আপনজন ডেস্ক: রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। রান তাড়ায় ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেই ম্যাচসেরাও হয়েছেন ভারত অধিনায়ক। ফাইনালের সেই পারফরম্যান্স ওয়ানডে র্যাঙ্কিংয়েও এগিয়ে দিয়েছে তাঁকে। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন রোহিত। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেও একজন ভারতীয়। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বর ভারতের ওপেনার শুবমান গিল। গিল ও রোহিতের মাঝে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। শীর্ষ পাঁচের বাকি দুজন—দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন (৪র্থ) ও ভারতের বিরাট কোহলি (৫ম)।
দুজনই পিছিয়েছেন এক ধাপ করে। রানার্সআপ নিউজিল্যান্ডের ত্রয়ী ড্যারিল মিচেল (এক ধাপ এগিয়ে ছয়ে), রাচিন রবীন্দ্র (১৪ ধাপ এগিয়ে ১৪ নম্বরে) ও গ্লেন ফিলিপসও (ছয় ধাপ এগিয়ে ২৪-এ) বলার মতো এগিয়েছেন। দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার বোলিংয়ে বড় লাফ দিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ৯ উইকেট নেওয়া স্যান্টনার ছয় ধাপ এগিয়ে উঠেছেন দুইয়ে। এই বাঁহাতি স্পিনারের ওপরে আছেন শুধু শ্রীলঙ্কার মহীশ তিকশানা। স্যান্টনারের সতীর্থ মাইকেল ব্রেসওয়েল ১০ ধাপ এগিয়ে উঠেছেন ১৮ নম্বরে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাট হেনরি ফাইনালে না থাকায় একটু পিছিয়েছেন।
তিন ধাপ পিছিয়ে ছয়ে নেমেছেন এই পেসার। টুর্নামেন্টে ৭ উইকেট নেওয়া ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে উঠেছেন তিনে।
তিন ধাপ এগিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাও, উঠেছেন দশে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct