আপনজন ডেস্ক: ১৯২৭ সালে মসজিদ পরিচালনা কমিটি এবং এএসআইয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে এলাহাবাদ হাইকোর্ট ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে (এএসআই) এক সপ্তাহের মধ্যে সম্ভল জামা মসজিদ রং করার নির্দেশ দিয়েছে।
এএসআইকে সেই অংশগুলিতে রং করতে বলা হয়েছে যেখানে রং করা দরকার। আদালত মসজিদ কমিটিকে নির্দেশ দিয়েছে যে কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে মসজিদ রং করার জন্য এএসআইয়ের করা ব্যয় পরিশোধ করতে হবে। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চ গত মাসে মসজিদ কমিটির দায়ের করা আবেদনের নিষ্পত্তি করার পরে এই আদেশ আসে। কমিটি আসন্ন রমজান মাসের আগেই মসজিদটি সাদা ও পরিষ্কার করার অনুমতি চেয়েছিল।
বুধবার শুনানি চলাকালীন বেঞ্চ এএসআই-এর আইনজীবী মনোজ কুমার সিংয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দাবি করে, মসজিদ পরিচালনা কমিটি বছরের পর বছর ধরে মসজিদটি সাদা করে দিয়েছে, যার ফলে মসজিদের বাইরের দেওয়ালের ক্ষতি হয়েছে।
আদালত এএসআই-এর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে এবং আদালত সিংকে দৃঢ়ভাবে জিজ্ঞাসা করেছে যে মসজিদ কমিটির ক্রিয়াকলাপের কারণে ক্ষতি হওয়ার অভিযোগে এএসআই-এর আধিকারিকরা এত বছর ধরে কেন হস্তক্ষেপ করেননি।
বেঞ্চ আরও বলেছে যে এএসআই সরকারের নির্দেশে কাজ করছিল। উল্লেখযোগ্যভাবে, শুনানি চলাকালীন, যখন অ্যাডভোকেট হরি শঙ্কর জৈন স্মৃতিস্তম্ভ বা কাঠামোর রক্ষণাবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে মসজিদ কমিটি এবং ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত ১৯২৭ সালের চুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর হলফনামা উল্লেখ করতে চেয়েছিলেন, তখন বেঞ্চ তাকে এএসআইয়ের পক্ষে তর্ক না করতে বলেছিল।
বেঞ্চ অবশ্য তাঁকে আশ্বস্ত করে বলেছে, রিভিশন আবেদনের সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর আপত্তি বিবেচনা করা হবে। ফলস্বরূপ, আদালত এএসআইকে এক সপ্তাহের মধ্যে মসজিদ রং করার দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct