আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার একাধিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে দোলযাত্রা এবং হোলি মিলন উৎসব উদযাপন করে ধর্মনিরপেক্ষতা তুলে ধরার দৃষ্টান্ত স্থাপন করলেন। ভাংড়া নাচে যোগ দেওয়ার আগে তাকে ডান্ডিয়ার সাথে নাচতে দেখা যায়। কলকাতার ধন ধান্য অডিটোরিয়ামে কলকাতা পুরসভা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, শিল্পপতি হর্ষ নেওটিয়া-সহ আরও বহু বিশিষ্টজন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হোলিতে প্রার্থনার জন্য মসজিদে যাওয়া অপরিহার্য নয় বলে মন্তব্য করার কয়েকদিন পরে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রীতির সাথে একসাথে উৎসব উদযাপনের গুরুত্বের উপর জোর দেন। এই বছর হোলি পবিত্র রমজান মাসের মধ্যে পড়েছে ও শুক্রবারের (জুম্মাবার) পবিত্র দিনে উদযাপিত হবে বলে উল্লেখ করে তিনি সবাইকে শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, উৎসব শান্তিপূর্ণ ও অপ্রীতিকর ঘটনা থেকে মুক্ত থাকতে হবে। তিনি বলেন, আমাদের ঐতিহ্য হল সবাই যার যার উৎসব পালন করুক। দয়া করে আপনার উৎসবটি আপনার ভিতরে মানবতা দিয়ে উদযাপন করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মনে রাখবেন, এটা রঙের উৎসব। আপনার উৎসবগুলি শান্তিপূর্ণভাবে উদযাপন করুন এবং কেউ যদি উস্কানিমূলক কিছু বলে তবে তাতে কান দেবেন না। তিনি আরও উল্লেখ করেন, লোকেরা যখন মিলেমিশে থাকে তখন বাংলা সমৃদ্ধ হয়। তিনি তুলে ধরেন যে একটি সমৃদ্ধ বাংলা দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখে, কারণ রাজ্য দেশের জন্য উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct