আপনজন ডেস্ক: বিদ্যালয়ের মিড-ডে-মিল দুর্নীতির খবর করতে গিয়ে তৃণমূল নেতার হুমকির মুখে পড়তে হলো ‘আপনজন’ সাংবাদিক আসিফ আলমকে ৷ জানা গিয়েছে, সোমবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী অঞ্চলের নারিকেল বাগান মোড় সংলগ্ন বাগমারা বিবিএম বিদ্যানিকেতন স্কুলের গেট বন্ধ করে স্কুলের মিড-ডে-মিল রান্নার মহিলারা মিড-ডে-মিল সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য পৌঁছায় আসিফ আলম ৷
অভিযোগ, বিক্ষোভ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভিডিও ফুটেজ কাভার করার সময়ই নবগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য ও তৃণমূল নেতার হুমকির মুখে পড়তে হয় সাংবাদিককে ৷ আসিফ আলম বলেন, বিদ্যালয়ে বিক্ষোভ চলাকালীন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা আনসার আলী সহ তার দলবলের আগমন ঘটে । তারপর হঠাৎই তাঁরা আমার উপর চড়াও হয়, প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে বলেন ‘আমাদের বিনা অনুমতিতে খবর কেন করলি ৷’ সাংবাদিকের উপর তৃণমূল নেতাদের চড়াও হওয়ার ঘটনা স্বীকার করেছেন প্রত্যক্ষদর্শীরাও ৷
যদিও খুনের হুমকির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা আনসার আলী ৷ তিনি বলেন, এলাকার বিদ্যালয়ের ঐতিহ্য এবং সুনাম অখুন্ন রাখতে বিদ্যালয়ে বিক্ষোভের ঘটনাটি লাইভ টেলিকাস্ট না করার অনুরোধ জানিয়েছিলাম সাংবাদিককে ৷ তারপর কথা কাটাকাটি হয় ৷
সমগ্র ঘটনাটি সিসিটিভির আওতায় ঘটেছে ৷ তার প্রমাণও রয়েছে ৷ তবে সাংবাদিকের সঙ্গে কোন রকম বিরোধ, বিবাদ রাখতে চাই না, একসঙ্গে বসে বিষয়টি মিটিয়ে ফেলতে চাই ৷’
এই ঘটনায় প্রাণ সংশয়ের আশঙ্কায় ইতিমধ্যে স্থানীয় নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ‘আপনজন’ সাংবাদিক আসিফ আলম ৷
নবগ্রাম থানার ওসি আপনজন’কে জানান ‘এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷’
দলীয় নেতার হুমকির বিষয়টি ভালো চোখে দেখছেন না নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল ৷ তিনি জানান, ‘বিষয়টা আমি শুনেছি, এবং সতর্ক করেছি।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার প্রশ্নে তাদের নিরপেক্ষভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। সাংবাদিকদের দায়িত্বে কারো হস্তক্ষেপ করা বাঞ্ছনীয় নয় ৷ তবে অনেক সময় রাজনৈতিক নেতা বা যে কারুরই ভুল ভ্রান্তি হয়ে যায় । বিষয়টা আমি শুনেছি এবং সতর্ক করেছি । যারা সাংবাদিক তারা আমাদের বন্ধুর মতো, তারা সংবাদ তুলে ধরে, খবর দেয় বলে আমরা জানতে পারি । এই জায়গায় আমরা হস্তক্ষেপ করব না ।”
ঘটনার খবর পেয়ে এপিডিআর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী আসিফের সঙ্গে যোগাযোগ করে ঘটনার তীব্র নিন্দা জানান । তিনি বলেন ‘সাংবাদিকদের মত প্রকাশ করার অধিকারের উপর এই ধরনের গুন্ডাগিরি সম্পূর্ণভাবে আইন বহির্ভূত । সাংবাদিকতার উপর হামলা মানে রাজ্যে গণতন্ত্র বিপন্ন ।’
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নবগ্রাম প্রেস ক্লাব । এক প্রেস বিবৃতিতে জানিয়েছে ‘সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার ক্ষুন্ন হলে গণতন্ত্র বিপদের মুখে পড়বে। আমরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি করছি।’
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন, ‘সংবাদ মাধ্যম যেভাবে বারবার আক্রমণের শিকার হচ্ছে তা দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
দৈনিক ‘আপনজন’ পত্রিকার সাংবাদিক আসিফ আলমের সাথে ঘটে যাওয়া ঘটনাটির অভিযোগ পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য ‘আপনজন’ পত্রিকা দফতর থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মুর্শিদাবাদ পুলিশ সুপারকেও বিষয়টি অবহিত করা হয়েছে ও অভিযুক্ত নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct