নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: এসআইও আলিয়া বিশ্ব বিদ্যালয় ইউনিটের উদ্যোগে নিউ টাউন ক্যাম্পাসে প্রায় পাঁচশত শিক্ষার্থীদের নিয়ে “ বস্তুবাদী যুগে রোজার প্রয়োজনীতা” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ লেখক সোনা বন্দ্যোপাধ্যায় তিনার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরেন। বর্তমান ভারতবর্ষে কিভাবে একটা গোষ্ঠী আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করছে এবং শিক্ষার্থীরা কিভাবে তার মুকাবেলা করবে তার দিক নির্দেশনা পেশ করেন। একই কথা তুলে ধরেন শিয়ালদহ শ্রী কৃষ্ণ চৈতন্য মিশনের সাধারণ সম্পাদক প্রতীক মজুমদার ।আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়াতুল্লাহ ফারুক মোল্লা রমজানে ব্যক্তিত্ব গঠনে কি ভূমিকা তা তুলে ধরেন।
এসআইওর রাজ্য সভাপতি শেখ ইমরান হোসেন বলেন - আজকের বস্তুবাদী সমাজ থেকে প্রকৃত মানুষ হয়ে মানবতার সমাজ গঠনের শিক্ষা দেয় রমজান মাস। এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে বাকি এগারোটি মাস আমাদের সেই মানবিক সমাজ গঠনের কাজে নিয়োজিত থাকতে হবে।আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় রফিকুল ইসলাম এসআইও’র এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি রমজানে ছাত্র সমাজকে সুশৃঙ্খলার শিক্ষা গ্রহণের আহবান জানান।
এছাড়াও বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি সামাইল নদভী ও ড. সাবা তাজ মূল্যবান বক্তব্য রাখেন। আলোচনা শেষে সকল শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এসআইও’ র রাজ্য সভাপতি শেখ ইমরান হোসেন, রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল ছাড়াও সংগঠণের রাজ্য ও ক্যাম্পাস দায়িত্বশীল গণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct