আপনজন ডেস্ক: এবার আক্ষরিক অর্থেই তরুণ ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন বুড়ো রোনাল্ডো। ফুটবলে বয়স ৩০ পেরিয়ে যাওয়াকে সাধারণত ধরা হয় বুড়ো হিসেবে। এ সময় ধীরে ধীরে খেলোয়াড়দের ক্ষিপ্রতা ও তীব্রতাও কমে আসে এবং ক্যারিয়ারও শেষের দিকে বাঁক নিতে শুরু করে।
কিন্তু খেলোয়াড়টি যদি রোনাল্ডো হন তবে ভিন্ন কথা। বুড়ো রোনাল্ডো যে এবার তরুণ রোনাল্ডোকেও ছাড়িয়ে গেলেন। বয়স ত্রিশ হওয়ার আগে রোনাল্ডো করেছিলেন ৪৬৩ গোল। আর ত্রিশের পর রোনাল্ডোর গোল সংখ্যা এখন ৪৬৪। অর্থাৎ বয়স যতই বাড়ছে রোনাল্ডো যেন আরও ক্ষুরধার হচ্ছেন।
তারুণ্যকে ছাড়িয়ে যাওয়া গোলটি গতকাল রাতে রোনাল্ডো করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে। রোনাল্ডোর গোলের রাতে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল নাসর জিতেছে ৩-০ গোলে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে (প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল) শেষ আটে পৌঁছে গেল আল নাসর। আল নাসরের জয়ে বাকি ২ গোল জন ডুরানের।
এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনাল্ডোর গোল এখন ৬ ম্যাচে ৭টি। আর সব মিলিয়ে চলতি মৌসুমে রোনাল্ডোর গোল সংখ্যা এখন ৩২ ম্যাচে ২৭টি, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্টও (গোলে সহায়তা)। পাশাপাশি আল নাসরের হয়ে এখন ১১০ গোলে অবদান রাখলেন রোনাল্ডো, যেখানে ১০২ ম্যাচে তিনি গোল করেছেন ৯১টি।
পাশাপাশি এই গোল দিয়ে ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলক স্পর্শের পথেও আরেক ধাপ এগোলেন রোনাল্ডো। এখন রোনাল্ডোর গোল সংখ্যা হলো ৯২৭টি। অর্থাৎ ১০০০ গোলে পৌঁছাতে রোনাল্ডোর এখন প্রয়োজন ৭৩ গোল। যে ধারাবাহিকতায় রোনাল্ডো গোল করে চলেছেন, সেটি ধরে রাখলে এই লক্ষ্যপূরণ মোটেই অসম্ভব নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct