আপনজন ডেস্ক: মাত্র ২০ লাখ টাকাতে গত আইপিএল খেলেছেন। প্রথমবার আইপিএল মৌসুমে খেলেন মাত্র ৪ ম্যাচ। এই ৪ ম্যাচে মায়াঙ্ক যাদব যে গতির ঝড় তোলেন, তাতে ২০ লাখ টাকার মায়াঙ্কের দাম বেড়ে এবার হয়েছে ১১ কোটি টাকা, আগেরবারের চেয়ে যা ৫৫ গুণ বেশি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাঁকে নিলামেই তোলেনি। এত টাকা খরচ করে ধরে রাখা মায়াঙ্ককে এবারও পুরো মৌসুমের জন্য পাচ্ছে না লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২২ বছর বয়সী এই পেসার টুর্নামেন্টের প্রথম অংশে থাকছেন না। পিঠের নিচের অংশের চোট কাটিয়ে মাত্রই বোলিং শুরু করেছেন মায়াঙ্ক। সবকিছু ঠিকঠাক থাকলেই টুর্নামেন্টের শেষ দিকে মাঠে দেখা যাবে এই পেসারকে।
নিজের প্রথম আইপিএলে সাইড স্ট্রেইন চোটে পড়া মায়াঙ্কের গত অক্টোবরে ভারতের হয়ে অভিষেক হয়। বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজে চোট থেকে ফিরেই ১৫০ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন। যদিও তাঁর জন্য এটি আহামরি কিছু ছিল না। আইপিএলের প্রথম মৌসুমে ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতেও বোলিং করেছিলেন এই পেসার।
অভিষেকের সেই বাংলাদেশ সিরিজে মায়াঙ্ক আবার চোটে পড়েন। তাতে তাঁকে আবার যেতে হয় পুনর্বাসনকেন্দ্রে। সেই প্রক্রিয়ার মধ্যেই এখনো আছেন মায়াঙ্ক।
ক্রিকইনফো এসব তথ্য জানালেও বিসিসিআই এখনো নুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। গত ফেব্রুয়ারিতে লক্ষ্ণৌর টিম ডিরেক্টরের দায়িত্ব নিয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। তিনি বলেছিলেন, ফ্র্যাঞ্চাইজিটি বিসিসিআইয়ের সঙ্গে মিলে মায়াঙ্কের ফিট হওয়া নিয়ে রোডম্যাপ তৈরি করছে। তবে এই পেসারকে নিয়ে কোনো তাড়াহুড়া না করার কথাও বলেন জহির, ‘আমরা ওকে ১৫০ শতাংশ ফিট চাই, শুধু শতভাগ নয়। ওকে পেতে আমরা সম্ভাব্য সবকিছু করব।’
লক্ষ্ণৌর প্রথম ম্যাচ দিল্লির বিপক্ষে, ২৪ মার্চ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct