আপনজন ডেস্ক: মঙ্গলবার মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের দফতরে দরবার করলেন রাজ্যের শাসক দল ও বিরোধী দল দু’পক্ষই। উভয় স্বচ্ছ ভোটার তালিকা পেশ করার দাবি জানাল কমিশনের কাছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে সব প্রশ্ন ঘাসফুল শিবিরের তরফ থেকে কমিশনের কাছে রাখা হয়েছিল তার কোন সদ উত্তর দিতে পারিনি কমিশনের উপস্থিত সদস্যরা। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয় নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক দলের পরামর্শকে স্বাগত জানানো হচ্ছে। তৃণমূল লোকসভার মুখ্য সচেতন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে কিভাবে ভোটারের নাম থাকতে পারে সরাসরি নির্বাচনে ২৮ নম্বর নিয়মকে লংঘন করা হয়েছে এই অভিযোগ তুলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কমিশন বাংলার বিষয়ে বেশি নজর দেয় সাত থেকে আট দফায় ভোট করায়। সেই জায়গায় এই ধরনের অনিয়ম কি করে ঘটছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এর আগে বিজেপির কমিশনে যাওয়াকে কেন্দ্র করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে বিজেপির বড় ঘর রয়েছে। তার একদিকে বিজেপি বসে একদিকে নির্বাচন কমিশন, একদিকে সিবিআই, আরেকদিকে ইডি বসে। আমরা এসেছি বলেই বিজেপি এসেছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত ২৭ এ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মীসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার ইস্যুকে সামনে আনেন। মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে যে স্মারকলিপি জমা দিযেছে তাতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি না উত্থাপন করা পর্যন্ত কেন বছরের পর বছর ধরে বিষয়টি চাপা রাখা হয়েছিল? মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এপিক নিয়ে জাতীয় ও রাজ্য দলের পরামর্শকে তারা স্বাগত জানাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct