আপনজন: পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। জাতীয় সড়কে পথ আটকে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা। প্রায় ৩ ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। স্বাভাবিক হয় পরিস্থিতি। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বালাপুর এলাকার অফিস পাড়ার ঘটনা।এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। তপন ব্লকের ১০ নম্বর মালঞ্চ অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করলেও মেলেনি সুরাহা। বর্তমানে পাড়ার দুটি নলকূপ অকেজো হয়ে রয়েছে। সেই দুটি নলকূপ দিয়ে এতদিন কাজ চললেও বর্তমানে খারাপ হয়ে যাবার ফলে বেশ সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধের সিদ্ধান্ত নেন। হাঁড়ি, কড়াই, বালতি নিয়ে জলের দাবিতে রাস্তা অবরোধ করে বাসিন্দারা। পাশাপাশি রাস্তায় বাস ফেলেও পথ অবরোধ করা হয়। জার জেরে আটকে পড়ে তপন-বালুরঘাট রাজ্য সড়কের উপর দিয়ে যান চলাচল। গ্রামবাসীদের দাবি অবিলম্বে বিকল হয়ে থাকা দুটি নলকূপ মেরামতি করার পাশাপাশি বিদ্যুৎ চালিত সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা করে জল সরবরাহ করতে হবে। তাদের দাবি মানা হলে অবরোধ চলতে থাকবেন বলেই হুঁশিয়ারি দেশ স্থানীয়রা। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার পুলিশ ও ব্লক প্রশাসনের লোকেরা। তাদের আশ্বাসে উঠে যায় অবরোধ স্বাভাবিক হয় পরিস্থিতি।
এ বিষয়ে এলাকার বাসিন্দা রাখি মহন্ত জানান, ‘দীর্ঘদিন ধরেই এখানে জলের সমস্যায় আমরা রয়েছি। আশেপাশে কোন জলের ব্যবস্থা নেই। অনেক দূর থেকে আমাদের জল আনতে হয়। পরিবারের সকল সদস্য তথা ছোট বাচ্চাদের নিয়েও আমাদের বেশ সমস্যায় পড়তে হয় জলের কারণে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। তাই আজ আমরা পথ অবরোধে সামিল হয়েছি।’ এ বিষয়ে পঞ্চায়েত প্রধান রুপালি মন্ডল বলেন, ‘পানীয় জলের ব্যবস্থা করার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তবে পানীয় জলের সমস্যা শুধু বালাপুরে নয়, এলাকার ১৭ টি সংসদে এই সমস্যা রয়েছে। আমরা সর্বত্র জলের ব্যবস্থা করবার চেষ্টা করছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct