আপনজন ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা আবারো বাড়তে শুরু করেছে৷ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। ফেব্রুয়ারির ১০ ভাগসহ ৪ মার্চ থেকে চীনা পণ্য আমদানির ওপর ২০ ভাগ শুল্ক কার্যকর হয়। এর প্রতিক্রিয়ায় চীন মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের ওপর নতুন শুল্ক বসিয়েছে। যা সোমবার থেকে কার্যকর হয়েছে।
চীন মোট ২৫টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা জারি করেছে। তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগির মাংস, গম, ভুট্টা ও তুলার ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। আর সয়াবিন, সরগাম বা জোয়ার, গরুর মাংস, শূকরের মাংস, ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে, ১০ মার্চের আগে যেসব পণ্য চীনে চলে গেছে, যদি ১২ এপ্রিলের মধ্যে সেগুলো চীনে পৌঁছায়, তাহলে এই শুল্ক প্রযোজ্য হবে না।
জানুয়ারীতে পুনরায় ক্ষমতা গ্রহণের পর থেকে, ট্রাম্প চীন, কানাডা এবং মেক্সিকো সহ প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের উপর একের পর এক শুল্ক আরোপ করেছেন, কারণ তারা অবৈধ অভিবাসন এবং মারাত্মক ফেন্টানাইলের প্রবাহ বন্ধ করতে ব্যর্থ হয়েছে দাবি করেছে মার্কিন প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct