আপনজন ডেস্ক: জার্মানিতে শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে সোমবার হাজারো ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে বার্লিনের সব কানেকটিং ফ্লাইটও রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে সেবা খাতের শ্রমিকদের এই ধর্মঘটের ফলে দেশজুড়ে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
জার্মান বিমানবন্দর সংস্থা এডিভি জানিয়েছে, শিল্পক্ষেত্রের এই ধর্মঘটে প্রায় তিন হাজার ৪০০ ফ্লাইট বাতিল হয়েছে এবং এতে প্রায় পাঁচ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির ব্যস্ততম বিমানবন্দর ফ্রাংকফুর্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্ট জানিয়েছে, সোমবার কোনো যাত্রীই ফ্লাইটে উঠতে পারবে না এবং ট্রানজিট যাত্রীদেরও ‘প্রায় নিশ্চিতভাবেই’ বিপাকে পড়তে হবে।
ব্রেমেন, কোলন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, হামবুর্গ, হ্যানোভার, লাইপজিগ, মিউনিখ ও স্টুটগার্টের বিমানবন্দরগুলোতেও এই ধর্মঘটের প্রভাব পড়েছে।
শুক্রবার ভার্দি ইউনিয়ন ঘোষণা দিয়েছিল, সরকারি কর্মচারী ও প্রায় ২৩ হাজার গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী ধর্মঘটে অংশ নেবেন, যাতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যায়। ইউনিয়নের উপসভাপতি ক্রিস্টিন বেহলে বলেন, ‘এই ধর্মঘটে যাত্রীদের যে অসুবিধা হবে, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু ধর্মঘটের চাপ ছাড়া আলোচনায় কোনো অগ্রগতি হবে না।’
ইউনিয়নের দাবি অনুযায়ী, কর্মীদের ৮ শতাংশ বেতন বৃদ্ধি অথবা ন্যূনতম ৩৫০ ইউরো মাসিক বেতন বৃদ্ধি এবং বেশি চাপযুক্ত কাজের জন্য অতিরিক্ত বোনাস দিতে হবে।
ইউনিয়ন বলেছে, ‘সরকারি খাতের চলমান সমষ্টিগত দর-কষাকষিতে নিয়োগকর্তারা এখনো কোনো প্রস্তাব দেননি এবং আমাদের ন্যায্য দাবিগুলো মানার বিষয়ে আগ্রহ দেখাননি। তাই আমাদের বাধ্য হয়ে এই সতর্কতামূলক ধর্মঘটে যেতে হয়েছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct