আপনজন ডেস্ক: ব্রাজিলের ঘরোয়া প্রতিযোগিতা পলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে নেইমারের সান্তোস। ঘরের মাঠে ২-১ গোলে জয়ে পাঁচ বছর পর ফাইনালে জায়গা করে নিয়েছে করিন্থিয়ানস।
টুর্নামেন্টজুড়ে দারুণ ফুটবল খেলা নেইমার এদিন ছিলেন বেঞ্চে। আগের ম্যাচে চোটে পড়ার কারণে এ ম্যাচে নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি সান্তোস।
কিন্তু দলের সেরা তারকাকে ছাড়া শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কাটতে পারেনি ক্লাবটি। বেঞ্চে বসে দলের বিদায় দেখতে হয় নেইমারকে।
ম্যাচের প্রথমার্ধে দুই দল একবার করে জালের দেখা পেলেও দ্বিতীয়ার্ধে রদ্রিগো গারোর অসাধারণ গোল পার্থক্য গড়ে দেয়। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সান্তোসের দুই লাল কার্ড।
৮১ মিনিটে জে ইভালদো, এবং ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে এসকোবার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় সান্তোস। নেইমারকে ছাড়াই খেলতে নামা দলটি দুইজন কম নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেও গোলের দেখা পায়নি সান্তোস।
পালমেইরাস ও সাও পাওলোর ম্যাচের পর করিন্থিয়ানসের ফাইনালের প্রতিপক্ষ জানা যাবে। আগামী ১৬ ও ২৭ মার্চ দুই লেগে অনুষ্ঠিত হবে পলিস্তা চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct