আপনজন ডেস্ক: সোমবার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেন। আর সেই দিনেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্ত্যোপাধ্যায়ের সঙ্গে আইএএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর সাক্ষাৎ ঘিরে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়। নওশাদ সিদ্দিকী এবার মমতার হাত ধরে তৃণমূলের যোগ দিতে পারেন বলেন জোর চর্চা চলে রাজনৈতিক মহলে। যদিও নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠকের পর নওশাদ সিদ্দিকী দলবদল নিয়ে কোনও মন্তব্য করেননি। ভাঙড়ের বিধায়ক নওশাদ সাংবাদিকদের বলেন, তার বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে না তার বিধানসভা এলাকায়। বিশেষ করে পঞ্চায়েত সমিতি তার বিধায়ক তহবিলের টাকা খরচ করতে চাইছে না। সেই বিষয়ে অভিযোগ জানাতেই নবান্নে এসেছেন তিনি।
এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ নওশাদ সিদ্দিকি নবান্নে প্রবেশ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে নওশাদ বলেন, বিধানসভাতেও এই বিষয়টি তুলেছিলাম যে এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না। ফেলে রাখছে। তাতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। নওশাদ আরও বলেন, তিনি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন, তারা আড়াই বছর নষ্ট করেছে। তাকে কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। ফলে এলাকার উন্নয়ন বিঘ্নিত হচ্ছে। অথচ খোদ মুখ্যমন্ত্রী নিজেই বিধানসভায় দলমত নির্বিশেষে উন্নয়নমূলক কাজ করতে বলছেন। নওশাদের দাবি, এই কাজে বাধা দিচ্ছেন যারা, তারাই আবার স্থানীয় মানুষদের বোঝাচ্ছেন যে এমএলএ কোনও কাজ করছেন না। তাই আমি সর্বোচ্চ পর্যায়ে এসেছি। বিধানসভা নির্বাচনের আর এক বছর বাকি আছে। এরপরে কাজ না হলে কিছু করার নেই। তবে, আমাকে যদি টাকা খরচ করতে না দেয় তা জানিয়ে দিলে আমি নিজেই ৩ কোটি টাকা ব্যয় করে উন্নয়ন করব ভাঙড়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct