সুরজীৎ আদক , বাগনান, আপনজন: নারী দিবস উপলক্ষে অনাথ মহিলাদের জন্য অভিনব চিন্তাভাবনা বাগনানের “টিউলিপ” হাসপাতাল। রবিবার উদ্বোধনের পর হাসপাতালের কর্ণধার তৈবুল মোল্লা সাংবাদিকদের জানান, ১২০ বিশিষ্ট আসনের অত্যাধুনিক পরিষেবার নিয়ে হাসপাতাল শুরু হয়েছে,কিন্ত ২টি বেড সর্বদাই ফাঁকা রাখা থাকবে অনাথ মহিলাদের জন্য”। এদিন উদ্বোধনে এসে বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন বলেন,”রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি উদ্যোক্তাদের পরিবেশ ফিরিয়ে দিতে পেরেছে, কাজেই বাগনানের বুকে “টিউলিপ”-এর মতো নার্সিংহোম উদ্বোধন হওয়ায় খুশি তিনি”। বিধায়ক আরও জানান, বাগনানের বুকে এই ধরনের একটি নার্সিংহোম গড়ে ওঠায় একদিকে যেমন কিছু ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ হল,ঠিক তেমনি এখানকার মানুষদের আর উলুবেড়িয়া,তমলুক বা কলকাতায় ছুটতে হবে না চিকিৎসার জন্য কারণ এই হাসপাতালেই সেই সব পরিষেবা পাওয়া যাবে। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান-২নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়জিত নন্দী,বাগনান-১নং পঞ্চায়েত সমিতির সহ:সভাপতি পঞ্চানন দাস,কর্মাধ্যক্ষ সইদুল মীর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct