চন্দনা বন্দ্যোপাধ্যায় , কুলতলি, আপনজন: আবার সুন্দরবনে ম্যানগ্রোভ চুরি।রাতের অন্ধকারে ম্যানগ্রোভ কেটে সাফ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কুলতলি বিধানসভার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷আর এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুললো স্থানীয় মানুষজন৷ তবে এই দুর্নীতির সাথে বন দপ্তরের কর্মীরাও এর সাথে জড়িত থাকতে পারে বলে অভিযোগ ৷ তবে এই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস প্রশাসনের ৷কুলতলি ব্লকের গোপালগঞ্জে হোম স্টের সুবিধার্থে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।তাদের বক্তব্য এই মাতলা নদীর এই জায়গা ভাঙন প্রবণ এলাকা ৷ মাঝেমধ্যেই এই জায়গা ভেঙে জল ঢুকে যায় গ্রামে ৷ ভাঙন রুখতে বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের প্রচেষ্টায় ও সরকারি উদ্যোগে এখানে গাছ লাগিয়েছিলেন এলাকার বাসিন্দারাই ৷ সেই সমস্ত গাছ কেউ বা কারা নির্বিচারে রাতের অন্ধকারে কেটেছে বলেঅভিযোগ ৷ গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছিল ৷ সবাই সেখানে ব্যস্ত ছিল।আর সেই সুযোগে এই সমস্ত গাছ কেটে নেওয়া হয়েছে।গ্রামবাসীরাসকালে উঠে দেখেন একটাও গাছ নেই ৷ এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়এলাকায় ৷
অভিযোগ হোম স্টে থেকে বসে নদী দেখার জন্য নির্বিচারে কাটা হয়েছে ম্যানগ্রোভ ৷ অভিযোগ একটি হোম স্টের কতৄপক্ষের বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছে হোম স্টে কর্তৃপক্ষ।তবে এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিরোধীদের।তবো পুরো
বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে ৷ এই বিষয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ জানান এই বিষয়ে তদন্তের জন্য বনদপ্তরকে নির্দেশ দেওয়া হবে ৷ কেউ যুক্ত থাকলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct