বাবলু প্রামাণিক , নরেন্দ্রপুর, আপনজন: আবাসন থেকে বৃদ্ধ দম্পতিকে বের করে দেওয়ার অভিযোগ। স্টোর রুমে তালা লাগাতে ভুলে যাওয়ায় তাদের উপর এইরকম অমানবিক আচরণ করা হয়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার যুবকরা মিলে এক জায়গায় তার থাকার ব্যবস্থা করেছে। আপাতত সেখানেই অস্থায়ীভাবে বসবাস শুরু করেছেন দম্পতি। অমল মন্ডল (৬৫), কাঞ্চন মন্ডল (৬২)। তারা গোসাবা এলাকায় বাসিন্দা। দীর্ঘ ১২ বছর ধরে গড়িয়া ষ্টেশন সংলগ্ন রাজপুর সোনারপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে কেয়ারটেকারের কাজ করতেন। তালা দিতে ভুলে যাওয়ায় গত কাল গভীর রাতে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আলাদা বাসস্থান দেখার জন্য সময় চাইলে তাও শুনতে রাজি হননি আবাসিকরা। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ আসে। পুলিশের হস্তক্ষেপেও সমস্যার সমাধান হয়নি। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন এলাকারই কিছু যুবক। তারাই তাদের থাকার ব্যবস্থা করেছেন। যতদিন না তাদের থাকার জায়গা পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত তারাই তাদের দেখভাল করবেন বলে জানান।
এই বিষয়ে আবাসনের বাসিন্দাদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো কিছু বলতে রাজি হননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct