আপনজন: ভালো খেলা হবে। ইন্ডিয়া ফেবারিট। চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতই জিতবে। এই টুর্নামেন্টে ভারত এখনও অপরাজেয়। ইন্ডিয়া দারুণ ফর্মে আছে। তাই ভারতের জেতার সম্ভাবনা বেশি। সবাই ভালো ফর্মে আছে। শনিবার বিকেলে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ডাকে মধ্যমগ্রামে এমএলএ কাপের ফাইনাল ম্যাচে উপস্থিত হয়ে ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এমনই মন্তব্য করেন। এদিন মাঠে এসে খেলোয়ারদের সঙ্গে হাত মেলান তিনি।সেই সঙ্গে বলেন এত ভালো মাঠে ফুটবল খেলা হচ্ছে, এত দর্শক খুব ভালো লাগছে। রবিবার চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল। ভারতের জয় নিয়ে আশাবাদী সৌরভ বলেন, ভারতীয় দলের জয় অব্যাহত আছে । ফলে দলের প্লেয়ারদের পরিবর্তনের কোন দরকার নেই। রহিত শর্মার ভালো ফর্ম নেই ।তার অবসর নেওয়ার সময় এসেছে কিনা এই প্রশ্নের উত্তরে সৌরভ জোরালো ভাবে রহিতের পাশে দাঁড়ান। তিনি বলেন, রহিত ভালো ফর্মে আছে। এইতো ছয় মাস আগে ওয়ার্ল্ড কাপ জিতল। ক্যাপটেন হিসেবেও সফল হচ্ছে। বিগত দিনের পরিসংখ্যান তুলে ধরে বলেন, রোহিতের অবসরের কোন কারনই নেই। কেন অবসর নেবে। বাংলার ক্রিকেট নিয়ে তিনি তেমন কোন মন্তব্য করতে চাননি। এই প্রসঙ্গে বলেন বাংলার কোচ লক্ষ্মী রতন শুক্লা দেখছে। লক্ষ্মী ভালো কোচ। নিজের বায়োপিক নিয়ে তিনি বলেন, কাজ চলছে ডিসেম্বরে রিলিজ হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct