আপনজন: আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ মুহূর্তে নবগ্রামের প্রত্যন্ত গ্রামের এক গৃহবধূ পেলেন ‘অনন্য নারী সম্মান’। সমাজ ও সংস্কৃতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অর্চনা মন্ডলকে এই সম্মানে ভূষিত করা হয়।
জানা গেছে, নবগ্রামের অমৃতকুন্ড গ্রামের বাসিন্দা অর্চনা মন্ডল স্বামী উত্তম কোনাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে শিশুদের সাংস্কৃতিক শিক্ষার প্রসারে কাজ করে চলেছেন। উত্তম কোনাই নিজ উদ্যোগে ‘অমৃতকুন্ড আর্ট একাডেমি’ প্রতিষ্ঠা করেন, যেখানে শিশুদের নৃত্য, আবৃত্তি, তবলা, গানসহ বিভিন্ন শিল্পকলার প্রশিক্ষণ দেওয়া হয়। বিয়ের পর অর্চনা মন্ডলও তার স্বামীর কাজে সক্রিয়ভাবে যুক্ত হন এবং সাংস্কৃতিক শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নেন। সাংস্কৃতিক বিকাশে তার অবদানের স্বীকৃতিস্বরূপ, শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি এবং অমৃতকুন্ড জনকল্যাণ সোসাইটির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত অর্চনা মন্ডলের হাতে ‘অনন্য নারী সম্মান’ স্মারক তুলে দেন।
স্থানীয়রা জানিয়েছেন, অর্চনা মন্ডলের প্রচেষ্টায় এলাকার শিশুদের মধ্যে সাংস্কৃতিক চর্চার আগ্রহ বাড়ছে। নামমাত্র ফি নিয়ে তিনি শিশুদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন, যা সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। স্কুলজীবন থেকে মেধাবী ছাত্রী অর্চনা মন্ডল বিবাহিত জীবনে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিশুদের জন্য কাজ করে চলেছেন।
তার এই নিরলস প্রচেষ্টা এলাকার মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে। নারী দিবসে তার এই সম্মাননা প্রাপ্তি শুধুমাত্র ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটি সমাজের সমস্ত সংগ্রামী নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct