আপনজন: জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগ এক পঞ্চায়েত কর্মী কে গ্রেপ্তার করল চাপড়া থানা পুলিশ। ওই কর্মীর নাম আশিষ কর্মকার। তার দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন পঞ্চায়েত প্রধান।ঘটনাটি ঘটে নদিয়ার সীমন্তের হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে।ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা দিয়ে সে পালাবার চেষ্টা করছিল অভিযুক্ত। গোপনে সূত্রে খবর চাপড়া সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।গত কয়েক বছরে এলাকায় জন্মের থেকেও বেশি দেওয়া হয়েছে জন্মের সার্টিফিকেট। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্বয়ং পঞ্চায়েত প্রধান।ওই পঞ্চায়েতের কর্মী আশীষ কর্মকার নামে বিরুদ্ধে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। তার স্ত্রী আশিষ কর্মকার,ঘটনাটি ভারত বাংলাদেশ সীমান্তের হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের।অভিযোগ পাওয়ার পর পুলিশি তল্লাশি। বেগতিক বুঝতে পেরে পলাতক ছিল ওই পঞ্চায়েত কর্মী।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ভারত-বাংলাদেশ সীমান্তের তারকাটা বেড়ার থেকে মাত্র শতক মিটার দূরত্বেই এই পঞ্চায়েত।লিখিত অভিযোগ পেয়ে চাপড়া থানা পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্তর খোঁজে সন্ধান চালাতে পঞ্চায়েত অফিসে হানাদেয়। জানা গিয়েছে, এই ভারত বাংলাদেশ সীমান্তের ২০২৩ সাল থেকে ২০২৪
সাল হৃদয় গ্রাম পঞ্চায়েত থেকে ১১২৯ টি জাল সার্টিফিকেট বিভিন্ন এলাকায় বাসিন্দাদের অর্থের বিনিময়ে জাল জন্মের শংসাপত্র প্রদান করেছিল।যা তাদের পাসপোর্ট বানাতে সহযোগিতা করেছে। এছাড়াও সূত্রে জানা যায় চাপরা এলাকায় বিভিন্ন জায়গায় বেনামে সাইবার ক্যাফের মধ্য দিয়ে এই সকল জালিয়াতি শংসাপত্র তৈরি করার কাজ কারবার চালাত সে। হৃদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি খাতুন বলেন,‘মোট ১১২৯ টি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে।যেটা কোনওভাবেই সম্ভব নয়।
অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত আধিকারিক এর নাম আশীষ কর্মকার। তাকে রবিবার কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে তোলা এবং পুলিশ নিয়ে তদন্ত করবে পুলিশ। সীমান্তবর্তী হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে এই বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়ার বিষয়টি সামনে আসার পরে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তদন্ত।এই গ্রাম পঞ্চায়েত থেকেই এক বছরে প্রায় সাড়ে এগারশোর মত নন ইনস্টিউশনাল বার্থ সার্টিফিকেট’ দেওয়া’ হয়েছে। চাপড়ার সীমান্তবর্তী এই বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়ার বিষয়টি সামনে আসার পরে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তদন্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct