আপনজন ডেস্ক: নারীদের অধিকার হুমকির মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ জন্য আমাদের অবশ্যই লড়াই হবে এবং এ ক্ষেত্রে বিশ্ব নীরব থাকতে পারে না বলে মনে করেন তিনি। রয়টার্স।
শনিবার আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে জাতিসংঘের এক অনুষ্ঠানে গুতেরেস বলেন, নতুন হুমকির কারণে নারীদের প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বৈষম্য আরও তীব্র হচ্ছে।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ডিজিটাল টুলগুলো প্রায়ই নারীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিচ্ছে, পক্ষপাতকে বাড়িয়ে তুলছে এবং হয়রানিকে উস্কে দিচ্ছে। নারীদের শরীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলেও জানান তিনি।
গুতেরেস বলেন, অনলাইন সহিংসতার কারণে বাস্তব জীবনের সহিংসতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সমান অধিকারকে মূলধারায় আনার পরিবর্তে, আমরা উগ্রতা ও নারী বিদ্বেষকে মূলধারায় আনতে দেখছি।
তিনি বিশ্বকে পাল্টা লড়াই করার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেন, লিঙ্গ সমতা কেবল ন্যায্যতার বিষয় নয়। এটি ক্ষমতার বিষয় অর্থাৎ কে টেবিলে আসন পাবেন এবং কে বাইরে থাকবেন। এটি বৈষম্যমূলক ব্যবস্থা ভেঙে ফেলার ও সবার জন্য একটি উন্নত পৃথিবী নিশ্চিত করার বিষয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct