আপনজন: বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি, তারাপীঠ যা ভলভো বাস সার্ভিস পরিষেবা পাওয়া যাবে এছাড়া বারুইপুরের উত্তরভাগ থেকে হাওড়া ষ্টেশন ও বারাসত পর্যন্ত এই চারটি রুটের সরকারি বাস পরিষেবাও পাওয়া যাবে। বারুইপুরের ফুলতলায় এই বাস পরিষেবার উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বারুইপুর পুর্বের বিধায়ক বিভাস সর্দার। এই চারটি রুটের বাস পরিষেবা চালু হওয়ায় বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারাও উপকৃত হবে। সোমবার থেকে এই বাস পরিষেবা শুরু হবে। বারুইপুর থেকে উদ্বোধন হওয়া রুটের তথ্য : রুট নং: ACT19, বারুইপুর থেকে শিলিগুড়ি। এসি ভলভো সার্ভিস। বারুইপুর ফুলতলা টার্মিনাস থেকে ছাড়বে বিকাল : ৫টা। ফেরার জন্য শিলিগুড়ি তেনজিং নোরগে টার্মিনাস থেকে ছাড়বে সন্ধ্যা সাড়ে সাতটায়। ভাড়া ১৩৯৫ টাকা। রুট ন: ACT20 বারুইপুর থেকে তারাপীঠ ভায়া বোলপুর, সিউড়ি। এসি ভলভো সার্ভিস। বারুইপুর ফুলতলা টার্মিনাস থেকে ছাড়বে সকাল ১০টায়। ফেরার জন্য তারাপীঠ থেকে ছাড়বে সকাল ৭.৪০ মিনিটে। এই বাসটাই বোলপুর (শান্তিনিকেতন) থেকে বারুইপুরের জন্য ছাড়বে সকাল ১০.৩০ মিনিটি। বারুইপুর থেকে তারাপীঠ ভাড়া ৬২৫ টাকা। বারুইপুর থেকে বোলপুর (শান্তিনিকেতন) ভাড়া ৪৩৫টাকা।
অনলাইন বুক করা যাবে wbtconline.in ওয়েবসাইট থেকে এবং রেডবাস মোবাইল অ্যাপ ব্যাবহার করে।
রুট ন: ST34: বারুইপুর (উত্তরভাগ) থেকে হাওড়া স্টেশন ভায়া শিয়ালদহ, ডালহৌসি সকালে ও বিকালে সারাদিনে এই রুটে আপাতত তিনটি বাস চলবে।
রুট ন: D37, বারুইপুর (উত্তরভাগ) থেকে বারাসাত ভায়া ই.এম. বাইপাস, উল্টোডাঙা, এয়ারপোর্ট। সকালে ও বিকালে সারাদিনে এই রুটে আপাতত চারটি বাস চলবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct