আপনজন ডেস্ক: পাকিস্তানের এক ব্যক্তি তার কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। কারণ ওই অ্যাডমিন তাকে গ্রুপ থেকে সরিয়ে (রিমুভ) দিয়েছিলেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে শনিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
আফগানিস্তান সীমান্তবর্তী এ প্রদেশটি অতীতে বহুবার রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে।
পুলিশের নথি ও স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় শুধু ‘আশফাক’ নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পুলিশের কাছে মুশতাকের ভাইয়ের দেওয়া এক বিবৃতি দেখেছে এএফপি। সেখানে তিনি জানিয়েছেন, মুশতাক ও আশফাকের মধ্যে বিতর্কের পর মুশতাক তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেন।
পরে উভয় পক্ষ সাক্ষাৎ করে বিরোধ মেটানোর সিদ্ধান্ত নেন। কিন্তু আশফাক সেখানে বন্দুক নিয়ে হাজির হন এবং গুলি চালিয়ে মুশতাককে হত্যা করেন।
বিবৃতিতে আরো বলা হয়, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায়’ আশফাক ক্ষিপ্ত ছিলেন।
এএফপি বলছে, অস্ত্রের সহজলভ্যতা, উপজাতীয় প্রথার প্রভাব ও অনেক ক্ষেত্রে দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে পাকিস্তানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct