আপনজন: মালদহের নারায়ণপুর মালিগ্রাম এলাকায় প্রতিষ্ঠিত গণিখান চৌধুরী ইন্সটিটিইউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একটি কারিগরি মহাবিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল।
জানা যায়, শুক্রবার রাত্রি দুটার পর এই বিজ্ঞপ্তি জারি করেছেন প্রতিষ্ঠানের সহকারী রেজিস্ট্রার দেবানিক মজুমদার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ শনিবার সকাল দশটার মধ্যে পড়ুয়া ও হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের কলেজ ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক পড়ুয়া জানান, ‘গতকাল আমাদের রেজাল্ট রিভিউ এর আবেদন জানানোর শেষ দিন ছিল। কিন্তু বিটেকের ফল এখনও প্রকাশিত হয়নি। তাই গতকাল রাত দেড়টা পর্যন্ত আমরা প্রতিষ্ঠানের অ্যাকাদেমিক ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলাম। কারণ, অফিসিয়াল কিছু ত্রুটির জন্য ম্যাকাআউট পোর্টাল থেকে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি। আমরা গতকাল ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেননি। রাতে বিক্ষোভ চলাকালীন পুলিশ আসে। বিষয়টি নিয়ে মীমাংসাও হয়েছিল। আজকে হটাৎ সকালে ঘুম থেকে উঠে শুনি কলেজ বন্ধ। এবং মেয়েদের সকাল ন’টা নাগাদ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের সকাল ১০টার মধ্যে কলেজ ও হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠান আর খুলবে কি না বুঝতে পারছি না।আমাদের ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়ল।
গণিখান চৌধুরী ইন্সটিটিইউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির তরফে জানানো হয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাকাউট) এর জন্যেই পড়ুয়াদের রেজাল্ট আটকে রয়েছে। আমরা পরীক্ষার্থীদের সঙ্গে রয়েছি। পড়ুয়াদের দাবির সঙ্গে আমরাও সহমত। কিন্তু নিরাপত্তার জন্য আমরা এই প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছি।
প্রায় দুশো আবাসিক পড়ুয়াকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে বলে জানান পড়ুয়ারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct