আপনজন ডেস্ক: ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ কাবায় বৃহস্পতিবার প্রবেশ করেছেন রেকর্ড ৫ লাখ ওমরাহযাত্রী। এর আগে কখনও কাবায় একদিনে এত সংখ্যক ওমরাহযাত্রীর প্রবেশের ঘটনা ঘটে নি।
সউদী কর্তৃপক্ষ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে অত্যাধুনিক এআই-চালিত ভিড় ব্যবস্থাপনা প্রযুক্তি ও রিয়েল-টাইম সেন্সর ডেটার ব্যবহারকে। যা মসজিদের গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে মাতাফ ও সাঈ-র পথকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছে বলে জানা যায়।
২০২২ সাল থেকে উমরাহপালনকারীর সংখ্যা ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পবিত্র স্থানগুলোর অবকাঠামো উন্নয়নে ১.৩ বিলিয়ন ডলারের ধারাবাহিক বিনিয়োগের ফল হিসেবে দেখছে সউদী আরব।
২০২৩ সালে বার্ষিক ১ কোটি ৩৫ লাখ উমরাহপালনকারীর রেকর্ডের পর, ২০২৫ সালের ৬ মার্চ এক দিনে অসাধারণ এই সংখ্যা নতুন এক ইতিহাস সৃষ্টি করল। রমজান শেষে আগের সব রেকর্ড ভেঙে যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
রমজানের উমরাহনবীজির সঙ্গে হজের মতো। এজন্য সারা বিশ্ব থেকে মুসলিমরা রমজানে উমরাহপালনে ছুটে আসেন সউদী আরবের মক্কায়। রমজানে উমরাহআদায় করা হজের সমান। এক বর্ণনা মতে, রমজানের উমরাহরসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে হজ আদায়ের সমতুল্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct