আপনজন ডেস্ক: শনিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে অ্যাপ নির্ভর ট্যাক্সি উবের চালিয়ে যাত্রীদের পরিষেবা দিয়ে শহর কলকাতা দাপিয়ে বাড়ালেন কলকাতার তিলজলার মেয়ে তামান্না খাতুন। রমজান মাসে রোজা রেখে আর হিজাব পরে তামান্না গাড়ির স্টিয়ারিং হাতে যাত্রীদের মর্জি মতো পৌঁছে দিচ্ছেন তাদের। তামান্নার পরিবার গত ৪০ বছর ধরে কলকাতায়। ভাই বোন মিলিয়ে পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ তামান্না। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর কলকাতায় একটি বীমা কোম্পানিতে টেলিকলার হিসেবে চাকরি পান।
২৭ বছর বয়সি তামান্না হঠাৎ তার বাবাকে হারান ২০২১ সালে। অটো রিকশাচালক বাবাকে হারানোর পর তামান্না একাই পরিবারের রোজেগেরে হয়ে পড়েন। তার উপর শুধু সংসার চালানো নয়, স্তন ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার খরচ বহন করার দায়িত্ব এসে পড়ে। এরপর তিনি দিল্লি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা আজাদ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ হয় যারা মূলত মুসলিম মেয়েদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। তারাই তাকে ড্রাইভার হিসাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে িদয়েছিল শুধু নয়, একটি ক্যাব নির্ভর সংস্থার গাড়ি চালানোর চাকরির ব্যবস্থাও করেছিল। নিজে উপার্জন করার লক্ষ্যে শহরে ক্যাব চালানোর সিদ্ধান্ত নেন তামান্না। দৈনিক ১২ঘন্টা ডিউটি করে মায়ের চিকিৎসা আর সংসারের খরচ যোগাতে বাড়ির কেউই আপত্তি করেননি। সেই থেকে অ্যাপ ক্যাব চালিয়ে অপরিচিতদের পরিবহণ সেবা করে চলেছেন।
তার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে সংবাদমাধ্যমকে তামান্না বলেন, এক দম্পতিই ছিলেন তার ক্যাব চালানো জীবনের প্রথম যাত্রী। তারা মহিলা ডাইভার দেখে চমকে উঠেছিলেন। কিন্তু পরে তারা তাকে অভিনন্দন জানান চালকের জীবিকা বেছে নেওয়ায়। সেকথা ভোলেননি তামান্না। এভাবেই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন হিজাবধারী ক্যাব ড্রাইভার তামান্না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct