আপনজন ডেস্ক: ২০২৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট ম্যাট হেনরির। ৬৬ ইনিংসে নিয়েছেন ১৩৬ উইকেট। আর এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে উইকেট নেওয়ায়ও শীর্ষে নিউজিল্যান্ডের এ পেসার। ৪ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। কিন্তু ফাইনালে ভারতের বিপক্ষে তাঁকে নাও পেতে পারে নিউজিল্যান্ড। লাহোরে গত পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে কাঁধে চোট পেয়েছেন এই ডানহাতি পেসার।
প্রোটিয়া ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। যদিও পরে মাঠে ফিরে দু্ই ওভার বোলিংও করেছেন। এমনকি ডাইভ দিয়ে ফিল্ডিংও করতে দেখা দেখা গেছে এই ৩৩ বছর বয়সী পেসারকে। প্রোটিয়াদের ৫০ রানে হারিয়ে ফাইনালে ওঠার পর হেনরিকে শিরোপা নির্ধারণী ম্যাচে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের মন্তব্য কিউই সমর্থকদের জন্য দুঃসংবাদই হয়ে এসেছে। ফাইনাল শুরুর ৪৮ ঘণ্টা আগে হেনরির ফিটনেসের অবস্থা ‘অজানা’ বলে মন্তব্য করেছেন স্টিড।
সংবাদমাধ্যমকে নিউজিল্যান্ড কোচ বলেছেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক বিষয় হলো, সে মাঠে ফিরে বোলিং করেছে। আমরা স্ক্যান করানোর পাশাপাশি তাকে নিয়ে আরও কাজ করেছি। এই ম্যাচে খেলার জন্য তাকে সব রকম সুযোগই দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে (হেনরির) অবস্থাটা অজানা।’
হেনরি এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ১০ উইকেট নিয়েছেন ১৬.৭০ গড়ে। এর মধ্যে দুবাই স্টেডিয়ামে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচেই নিয়েছেন ৪২ রানে ৫ উইকেট। এই একই ভেন্যুতেই রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই ফাইনালে যে কোনো মূল্যে হেনরিকে পেতে চাইবে নিউজিল্যান্ড। সে আশায় স্টিড বলেছেন, ‘আশা করি সে ঠিক হয়ে যাবে।’ ফাইনালে হেনরি খেলতে না পারলে তাঁর জায়গায় আরেক ডানহাতি পেসার জ্যাকব ডাফিকে খেলাতে পারে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে এখনো নিউজিল্যান্ডের দলে সুযোগ পাননি ডাফি। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ৪৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct