আপনজন: ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেও বিশেষ ভরসা পাচ্ছেন না মগরাহাট পশ্চিমে উস্থী থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম পঞ্চায়েত কেঁশিলী এলাকার বেশ কিছু অভিভাবকেরা। কোথাও স্কুলে যাওয়ার রাস্তায় জল জমেছে। কখনও আবার জোয়ারের জল ঢুকে পড়েছে একমাত্র মাঠের পথ চলা রাস্তার উপর। স্থানীয় একাংশ মনে করছেন, এই উদ্বেগ কিন্তু একেবারেই অমূলক নয়। স্কুল ও বাজারে যাওয়ার রাস্তার অবস্থা কিন্তু সত্যিই বিপজ্জনক। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু স্থানীয় মানুষ ও পড়ুয়া স্কুলে যাচ্ছে বিপদের ঝুঁকি নিয়েই। অভিযোগ স্থানীয় যুবকদের, বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানালেও কারও তরফে তেমনটা কোনও সাড়া মেলেনি। স্থানীয় এক যুবক জানান হরিহর পুর গ্রাম পঞ্চায়েত ৭৮ নম্বর বুথে, কেঁশিলী সিনিয়র মাদ্রাসার পশ্চিমে বাড়ি মোহন মোল্লা ও হাসমত লস্করের বাড়ির পাশ দিয়ে ওখান থেকে পিচ রাস্তা প্রায় ৪০০ ফুটের মতো। এই রাস্তাটা হয়ে গেলে স্কুল-কলেজ বাজার হাসপাতাল প্রতিদিন কায়েক শত মানুষের যাতায়াতের সুবিধা হবে। তা না হলে অনেক ঘুরপাক দিয়ে সময় অপচয় নষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে খুব সমস্যার মধ্যে পড়তে হয় বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য। কারণ,মাঠ থেকে আসতে হবে মাটির উপর দিয়ে তেমন কোনো পাকা রাস্তা নেই, তারপরে ঢালাই সম্পূর্ণ হয়ে মেন রাস্তার উপর উঠতে হবে।
বিশেষ করে ৩০ ৩৫ টা মানুষের বাড়ি থেকে বার হয়ে যাওয়ার কোন নির্দিষ্ট রাস্তা নেই একমাত্র মাঠের উপর রাস্তা ছাড়া। প্রতি পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বিধানসভা থেকে লোকসভা ভোট পর্যন্ত প্রলোভন দিয়ে আসে স্থানীয় নেতৃত্বরা। দীর্ঘ প্রায় ২২ বছর পার হয়ে গেল আজও পর্যন্ত তার কোনো সুফল পেলাম না। স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ ও আবেদন করেন যত তাড়াতাড়ি সম্ভব এক মাত্র এই মাঠের রাস্তা পাকা সম্পূর্ণ হলে খুব উপকৃত হবেন এলাকার কয়েক শত পরিবার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct