আপনজন: বুধবার মুর্শিদাবাদের বিভিন্ন রেলস্টেশন পরিদর্শনে আসেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম। ভগবানগোলা রেলওয়ে স্টেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি জানাতে ডিআরএমের সঙ্গে দেখা করলেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। নতুন টিকিট কাউন্টার, স্বচ্ছ সুলভ শৌচালয়, পর্যাপ্ত শেড, পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ মোট সাতটি দাবি চিঠির মাধ্যমে তিনি তুলে ধরেন ডিআরএমের কাছে। এদিন সকালে কৃষ্ণপুর স্টেশনে ডিআরএমের হাতে সেই চিঠি তুলে দেন বিধায়ক। বিধায়ক আরও জানান, আগামী সোমবার মাইলবাসা সহ মোট দু’টি রেল আন্ডারপাশ তৈরির দাবি নিয়ে ডিআরএমের সঙ্গে দেখা করবেন। এছাড়াও সুবর্ণমৃগী স্টেশন পরিদর্শন করে ওই স্টেশনটির উন্নয়নমূলক কাজের বিষয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন ভগবানগোলার বিধায়ক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct