আপনজন: নাবালিকাকে ধর্ষণের ন’মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত৷ আসামীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বুধবার এই সাজা ঘোষণা করেছে জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সুর। সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত জানিয়েছেন, বিচারক সাজাপ্রাপ্ত বৃদ্ধকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই নাবালিকাকে ৪ লক্ষ টাকা সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন।
সহকারি সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত আরও জানান, ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায়। ২০২৪ সালের ১২ জুনের ঘটনা। নির্যাতিতার মা ভক্তিনগর থানায় এসে অভিযোগ করেন। পুলিশের কাছে তিনি জানান, জুনের শুরুতে একদিন মেয়ে বাড়িতে একা ছিল। তাঁর শাশুড়ি গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। সেই সময় প্রতিবেশী এক বৃদ্ধ তাঁর নাবালিকা মেয়েকে ডেকে নিয়ে যায়। তার পর একটি গলির মধ্যে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই মহিলার আরও অভিযোগ, তাঁর মেয়েকে ওই বৃদ্ধ ভয়ও দেখায়। যাতে কাউকে এই নিয়ে কিছু না বলে সেই জন্যই বৃদ্ধ ভয় দেখায় তাঁর মেয়েকে। কয়েকদিন আবার তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ। সেই সময় স্থানীয় একটি নির্মীয়মান বাড়িতে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন ওই বৃদ্ধ।
এরপর মেয়েটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপরেই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে৷ নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পকসো আইনের চারটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।
এই মামলায় 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। চার্জ গঠন হওয়ার তিনমাসের মধ্যে সাজা ঘোষণা হল। এদিন সাজাপ্রাপ্ত আসামি বলেন, ‘‘আমার কিছুই বলার নেই।’’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct