আপনজন: পড়ুয়াদের জন্য পরিশ্রুত পানীয় জলের মেশিন বসল বিদ্যালয়ে। গঙ্গারামপুর উত্তর চক্রের অন্তর্গত বড়ম গোকুলপুর জুনিয়র হাইস্কুলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিশ্রুত পানীয় জলের মেশিনটির শুভ উদ্বোধন করা হয় বুধবার। জানা গিয়েছে, বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের তেমন কোনও ব্যবস্থা ছিল না। সরাসরি একটি মার্ক-টু থেকে জল পেত পড়ুয়ারা। সেই মতো বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পঞ্চায়েত সমিতির সভাপতির নিকট আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির তরফে ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই অর্থ মূল্যে পড়ুয়াদের জন্য বসানো হয়েছে পরিশ্রুত পানীয় জলের মেশিন। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই জলের মেশিনের উদ্বোধন করা হয়। ফিতে কেটে যার শুভ উদ্বোধন করেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্যা শেফালী রায়, বুদি মুর্মু, এলাকার শিক্ষা অনুরাগী মোক্তারুল সরকার, বিদ্যালয়ের শিক্ষক চিত্রপ্রতীম মুখোপাধ্যায়, নরেশ বর্মন, আব্দুল আজিজ মিয়া, মিড ডে মিল প্রকল্পের নোডাল শিক্ষক প্রদীপ কুমার দাস সহ আরো অনেকে।
এ বিষয়ে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার জানান, ‘বিদ্যালয়ের তরফে পরিশ্রুত পানীয় জলের জন্য আবেদন করা হয়েছিল। সেই মতো আজ এই পরিশ্রুত পানীয় জলের মেশিনটির শুভ উদ্বোধন করা হল।’ এ বিষয়ে বিদ্যালয়ের মিড ডে মিল প্রকল্পের নোডাল শিক্ষক প্রদীপ কুমার দাস জানান,
‘বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা ছিল না। পঞ্চায়েত সমিতির উদ্যোগ পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানো হয়েছে। পড়ুয়াদের কথা ভেবেই এই উদ্যোগ।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct