আপনজন: মুর্শিদাবাদের নওদা থানার মিরপুর এলাকার সেকেন শাহ নামে এক ব্যক্তি, বুধবার নওদার টুমতলা মাঠে পেঁয়াজের জমি দেখতে গিয়ে দেখতে পায় এক ঝাঁক বকের সঙ্গে নতুন ধরনের সাদা রংয়ের একটি পাখিকে খেলে বেড়াতে। জমির মালিক জমিতে যেতেই সমস্ত বক পাখি উড়ে গেলেও ওই নতুন সাদা রংয়ের পাখিটি উড়ে যেতে পারেনি। তখন পাখিটির কাছে গিয়ে পাখিটাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এবং তার খাবারের ব্যবস্থা করেন। পাখিটি বাড়ি আনতেই।এলাকার মানুষ পাখিটিকে দেখতে ভিড় জমান। নেট ঘেটে জানা যায় পাখিটির নাম গ্রেড ব্ল্যাক হেডেড গুল বা পালস গুল। এটি একটি সামুদ্রিক পাখি বলে জানা যায়। বাড়ির মালিক চান বনদপ্তর এর আধিকারিকরা এসে পাখিটি নিয়ে যাক। অন্যথায় নিজেরাই পাখিটির লালন পালন করবেন বলে জানান।কারণ মাঠে ছেড়ে দিলে শিয়াল কুকুরে নষ্ট করে ফেলবে, তারচেয়ে বাড়িতে রাখাই ভালো বলে মনে করছেন গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct