দেবাশীষ পাল , মালদা, আপনজন: পরীক্ষা কেন্দ্রে ধুন্ধুমার কান্ড। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের একাংশ চড়াও হল পরীক্ষা কেন্দ্রের স্কুল শিক্ষক-শিক্ষিকাদের উপর। পরীক্ষার্থীদের মারধরে আহত হলেন বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাইস্কুলে।জানা গেছে, চামাগ্রাম হাইস্কুলে সিট পড়েছে এবছর সিট পড়েছে তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের। এই তিনটি স্কুল হল ক্যান্দিটোলা হাই মাদ্রাসা, চরসুজাপুর হাইস্কুল ও পারলালপুর হাইস্কুলে। বুধবার এই তিনটি স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ইংরেজি বিষয়ের পরীক্ষা দিতে যায় চামাগ্রাম হাইস্কুলে। পরীক্ষা শুরুর প্রাক্কালে স্কুল শিক্ষক-শিক্ষিকারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ মেনে পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকানোর ব্যবস্থা করেন। কিন্তু তল্লাশি চালানোকে কেন্দ্র করে হঠাৎ করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তল্লাশি চালানোর সময় জনা কয়েক স্কুল শিক্ষক-শিক্ষিকার উপর হামলা চালানোর অভিযোগ ওঠে একাংশ পরীক্ষার্থীর বিরুদ্ধে। পরীক্ষার্থীদের হামলায় ৬জন শিক্ষক আহত হন বলে খবর। তাদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চামাগ্রাম হাইস্কুলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে বৈষবনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এবং পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বুধবার এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছিলেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর চামাগ্রাম সিট পড়েছে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায়। বলে অভিযোগ। আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ মধ্যে ধুন্ধুমার কান্ড ঘটে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। এবিষয়ে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান,,ঘটনাটি আমি শুনেছি। চার থেকে ছয় জন শিক্ষক আহত হয়েছে। আমি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ভেবেচিন্তেই আমরা ব্যবস্থা নেব যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct