আপনজন: আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তৃণমূলের কাঠমানির জন্য কেন্দ্র আবাস যোজনা বন্ধ করেছে, তৃণমূলকে কটাক্ষ বিজেপির।
বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লাল্টু বাগদী নামের এক আবাস উপভক্তার কাছে ৫০০০ টাকা কাঠ মানি নেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতা তুষার কান্তি মুখার্জির বিরূদ্ধে।
সম্প্রীতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের ১২ লক্ষ উপভক্তা কে প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্যে। সেই তালিকায় নাম রয়েছে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লাল্টু বাগদীর। অভিযোগ লাল্টু প্রথম কিস্তির টাকা পেতেই তাঁর বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতার তুষার কান্তি মুখার্জি। উপভোক্তা কে বলে দশ হাজার টাকা দিতে। উপভোক্তা তাকে ৫০০০ টাকা দেন। উপভোক্তার দাবি ওই তৃণমূল নেতা তাকে বলে সকলের কাছে ৫০০০ টাকা করে নেওয়া হয়েছে তাই তাকেও দিতে হবে। উপভোক্তা আরো বলেন ওই তৃণমূল নেতা বলেছে ভালোবেসে সবাই তার কাছেই টাকা নেওয়া হচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতা দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কেউ তাকে ভয় দেখিয়ে এ কথা বলা করাচ্ছে। আবাস প্রকল্পে উপভোগ করা যাতে কাউকে টাকা না দেয় সেই প্রচার বাড়ি বাড়ি গিয়ে করে এসেছেন তারা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
তৃণমূল নেতার এই টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই শাসকবিরোধী তরজা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখাপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন তৃণমূলের নেতার টাকা নেবে না এটা হতেই। যারা টাকা দিয়ে এসেছে তারা পদ পেয়েছে, এখন যারা টাকা নিচ্ছে তারা আগামী দিনের পদ পাবে।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সুব্রত দত্ত বলেন বিষয়টি তাদের জানা নেই। যদি কোন তৃণমূল নেতা এই কাজ করে প্রশাসন তার বিরুদ্ধে এই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেক। যদি দলগতভাবে এই অভিযোগ আসে দল থেকেও তার ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: চিরঞ্জিত বিশ্বাস
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct