আপনজন: স্বেচ্ছাসেবী সংস্থা মিলন একাদশ এর উদ্যোগে প্রবাসী সংস্থা এফ এইচ আই এর সহযোগিতায় নন্দীগ্রাম, খেজুরি, রেয়াপাড়া, চন্ডীপুর ও মহিষাদল ব্লকের ২৬৬ জন দুঃস্থকেইফতার সামগ্রী বিতরণ করা হল। অনুষ্ঠানটি বিহার থেকে আগত প্রখ্যাত হাফেজ শেখ জাকির হোসেনের কেরাত পাঠের মধ্য দিয়ে শুরু হয় ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ ইয়াসিন মহম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ১ব্লক উন্নয়ন আধিকারিক সৌমেন বনিক মহাশয়। উপস্থিত ছিলেন মিলন একাডেমী স্কুলের শিক্ষিকা সঙ্গীতা হাজরা ও সুম্মা নার্গিস, সংস্থার কোষাধ্যাক্ষ সেখ গোলাম মোস্তফা, ফাউন্ডার মেম্বার সেখ আমানুল্লাহ, রফিকুল মল্লিক, শেখ মোহাম্মদ হোসেন, আলহাজ সেখ ইলিয়াস, কামাল আলি শা প্রমুখ। এছাড়াও ভলেন্টিয়ার শেখ শামসুদ্দিন, সেখ করিবুল ইসলাম, সেখ আক্তার রসুল, সেখ মুক্তার, হাফিজুল খান, সেখ আব্দুল্লাহ, মামুন আলি প্রমুখ।
রোজাদারদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct