আপনজন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গোলমালের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে বাম ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে ইতিমধ্যেই রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছে এসএফআই। সোমবার রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়, যার ফলে বিভিন্ন জেলায় উত্তেজনা ও অশান্তির ঘটনা সামনে আসে। এবার সেই উত্তাপ ছড়িয়ে পড়ল হাওড়াতেও। মঙ্গলবার এসএফআই নেতা-কর্মীরা শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতে হাওড়া ময়দানে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সদর জেলা অফিস থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় হাওড়া ময়দানে। সেখানে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করতে যান। কিন্তু ঠিক সেই সময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুরু হয় বচসা, যা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। পুলিশ ও এসএফআই কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। অবশেষে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয় বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct