আপনজন: বর্ধমানের ঐতিহ্যবাহী টাউন হলের পুনর্নির্মাণ ও পুনর্গঠনের শুভ সূচনা হলো আজ, ৩ মার্চ। এই বৃহৎ প্রকল্পের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। পূজা করে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। বিধায়ক ও চেয়ারম্যান জানান, পুনর্গঠনের জন্য আগামী এক বছর টাউন হল বন্ধ থাকবে এবং সাধারণ মানুষের জন্য ভাড়া দেওয়া সম্ভব হবে না। এই প্রকল্পের জন্য আপাতত ৩ কোটি ৩৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, তবে ভবিষ্যতে আরও অর্থ বরাদ্দ করা হতে পারে বলে তাঁরা জানিয়েছেন।
ঐতিহাসিক বর্ধমান টাউন হল দীর্ঘদিন ধরেই সংস্কারের দাবি তুলছিলেন শহরবাসী। সংস্কৃতি চর্চা, নাটক, সভা, ও অন্যান্য অনুষ্ঠানের প্রাণকেন্দ্র এই টাউন হলের পরিকাঠামো অনেকটাই জরাজীর্ণ হয়ে পড়েছিল। নতুনভাবে পুনর্নির্মাণের ফলে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত একটি সুসজ্জিত মিলনমঞ্চ তৈরি হবে, যা ভবিষ্যতে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
বিধায়ক খোকন দাস বলেন, “বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এই টাউন হল। আধুনিক পরিকাঠামো যুক্ত করে এটিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।” পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানান, নতুন টাউন হল শহরবাসীর জন্য আরও সুবিধা হবে। আমরা চাই, সংস্কারের পর এটি আধুনিক এবং সুসজ্জিত এক মিলনস্থল হিসেবে গড়ে উঠুক। এই কাজ শেষ হলে বর্ধমান টাউন হল আরও উন্নত ও আধুনিক রূপ পাবে বলে আশা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct