আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাবিনা ইয়াসমিন তার বিধানসভা এলাকায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েত, উত্তর মোহনপুর, বালুয়াচাড়া, কাগমারি, গীতামোড় সহ একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন এবং তার পাশাপাশি তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করা হবে।
প্রসঙ্গত, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় ভুয়ো ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। ভুয়া ভোটার খুঁজতে নেমে পড়েছেন দলের নেতা মন্ত্রী থেকে কর্মীবৃন্দরা। পাশাপাশি ভুয়া ভোটার খুঁজতে মাঠে নেমেছেন মোথাবাড়ির বিধায়িকা তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি ভুয়া ভোটার তদন্ত করার জন্য। এবং শুধু তাই নয় ভুতুড়ে ভোটার একদিকে একই এপিক নম্বরে দুইজন ভোটারের নাম অন্যদিকে ভুতুড়ে ভোটার তালিকায় নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা লিস্টেড করেছে। তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পেল চেক করছি এবং জনসাধারণকে সজাগ করছি যেন তারা তাদের এপিক নম্বর ও মোবাইলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেরাও চেক করতে পারেন। এছাড়াও প্রত্যেকটা বুথে আমরা দুজন তিনজন কর্মীকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি। প্রয়োজনে একটা জায়গাতে গিয়ে বসে ভোটার তালিকার এপিক নম্বর চেক করতে। সবাইকে অনুরোধ করব নিখুঁতভাবে কাজটা যেন আমরা করতে পারি। এবং যে ভুয়া ভোটার তালিকা সেটা যেন আমরা খুঁজে বার করতে পারি।
মন্ত্রী আরও বলেন, মোথাবাড়ি বিধানসভায় চর এলাকা আছে বিহার, ঝাড়খণ্ড যেখানে প্রচুর ভোট নদীর চরে রয়েছে এবং ওখানে আমাদের সন্দেহ আছে। ওই এলাকায় আমরা যাব, কারণ আমরা যা শুনলাম দিল্লির ভোটে এরকম ঘটনা ঘটেছে তার জন্যে আমরা সজাগ হচ্ছি। আমরা কোন প্রকারেই বিজেপির যে উদ্দেশ্য তা সফল হতে দেব না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct