আপনজন: দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও তাঁর স্ত্রী নেলি সেনগুপ্তের স্মৃতি বিজড়িত কেষ্টপুরের দেশপ্রিয় বালিকা বিদ্যামন্দিরে সাড়ম্বরে পালিত হলো ‘আন্তর্জাতিক নারী দিবস ।’ উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার কারণে ৮ই মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মঙ্গলবার অগ্রিম এই কর্মসূচিতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ । অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে যেমন বর্তমান পরিপ্রেক্ষিতকে সামনে রেখে আবৃত্তি, সঙ্গীত এবং প্রাসঙ্গিক বিষয়ভিত্তিক নৃত্য পরিবেশন করে অন্যদিকে আমন্ত্রিত বিশিষ্টজনেরা নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করেন । উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা অনুবাদ সাহিত্যে একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক ড.মৌ দাশগুপ্ত, সাউথ দমদম পৌরসভার অ্যাকাউন্ট অফিসার ববিতা চট্টোপাধ্যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাগুইআটি শাখার ম্যানেজার মল্লিকা দে, প্রধান শিক্ষকদ্বয় ড.মনোজ ঘোষ ও শাহানোওয়াজ আহমেদ, কিরণ শঙ্কর নাথ, ড. জয়ন্ত সরকার প্রমুখ । মেয়েদের আত্মনির্ভর হওয়ার বার্তা দিয়ে বিশেষজ্ঞ আলোচক মন্ডলী নারীদের অধিকার, ক্ষমতায়ন নিয়ে একাধিক দাবি ও মতামত তুলে ধরেন ।
নারী শিক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা মহীয়সী নারীদের নিয়েও আলোচনা হয় এ দিন । বিদ্যালয়ের ছাত্রীদের সাংস্কৃতিক উপস্থাপনা ছিল নজর কাড়া । দেশপ্রিয় বালিকা বিদ্যামন্দিরে প্রধান শিক্ষিকা নাজরীন নাহার বলেন, ‘আমাদের স্কুলের ছাত্রীরা শুধুমাত্র পড়াশোনা নয়, খেলাধুলা এবং সংস্কৃতির অঙ্গনেও তারা ধারাবাহিক কৃতিত্বের ছাপ রেখে চলেছে । সেজন্য প্রায় সারা বছর ধরে আমরা নানা ধরনের কর্মকাণ্ডের ভেতর দিয়ে মেয়েদের মানসিক বিকাশে সহায়তা করি । আগামী দিনে তারা যাতে নিজ পায়ে দাঁড়িয়ে সমাজের নানা কল্যাণকর কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে সেজন্যই আমাদের এই প্রয়াস ।’ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা মৌমিতা শিকদার ও রনিতা দত্ত ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct