আপনজন: সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধে ধস।আর এবার ধস নেমেছে সুন্দরবনের বাসন্তী ব্লকের পুরন্দর গ্রামে।অন্তত তিনশো মিটারের বেশি এলাকা জুড়ে বাঁধে ধস নেমেছে।হোগল নদীুর বাঁধে ধসের ঘটনায় এই এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। হঠাৎ ধস নেমেছে নদী বাঁধে।এলাকার মানুষের দাবী, বারে বারে এই এলাকায় বাঁধে ধস নামলেও পাকাপাকি ভাবে বাঁধ মেরামতির কোন উদ্যোগ নেওয়া হয়নি।বর্তমানে বাঁধের যাপরিস্থিতি তাতে এলাকার সাধারণ মানুষ দুশ্চিন্তায় রয়েছেন।যেভাবে বাঁধে ধস নেমেছে তাতে দ্রুত বাঁধের মেরামতির কাজ শুরু না হলে অদূর ভবিষ্যতে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে ভাসিয়ে নিয়ে যাবে বিস্তীর্ণ এলাকা। অনেকদিন ধরেই এই বাঁধ লাগোয়া এলাকার অবস্থা খারাপ।মাঝে মধ্যেই ভাঙনের ঘটনা ঘটে চলেছে। তবে এবার বড় আকারে ধস নেমেছে।যদিও আপাতত নদীবাঁধে ধস মেরামতি শুরু করেছে প্রশাসন।কয়েকদিন আগে অমাবস্যার কোটালে নদীর ঢেউয়ের ঝাপটায় এই বিপত্তি ঘটে। শালবল্লা দিয়েও মাটি ধরে রাখার কাঠামো তৈরি করে নদীর ধারে বসাচ্ছেন সেচ দফতরের কর্মীরা।এ ব্যাপারে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ চলছে।
ক্ষতিগ্রস্ত জায়গায় দ্রুত মেরামত হয়ে গেলে আর সমস্যা হবে না।তবুও আশংকায় ভুগছে এলাকার মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct