আপনজন ডেস্ক: এক হাজার বছরের ইতিহাসে প্রথমবার যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলের স্টেট অ্যাপার্টমেন্টে একটি উন্মুক্ত ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার ৩৫০ জনেরও বেশি মানুষ রমজান টেন্ট প্রজেক্ট এবং রয়্যাল কালেকশন ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত ওই ইফতারে উপস্থিত ছিলেন। উইন্ডসর ক্যাসেল হলো বার্কশায়ারের ইংলিশ কাউন্টির উইন্ডসরের একটি রাজকীয় বাসভবন। এটি দৃঢ়ভাবে বৃটিশ রাজপরিবারের সঙ্গে যুক্ত।
১৪ শতকে দুর্গটি নির্মাণ করেন রাজা তৃতীয় এডওয়ার্ড।
নির্মাণের প্রায় এক হাজার বছর পার হলেও দুর্গটির ভেতরের সেন্ট জর্জ হলে এর আগে কখনও ইফতারের আয়োজন হয়নি। মুসলিমদের পবিত্র রমজান মাস উপলক্ষে এবারই প্রথম সেখানে ইফতারের আয়োজন করা হয়েছে।
উইন্ডসর ক্যাসেলের ভিজিটর অপারেশনস ডিরেক্টর সাইমন ম্যাপলস বলেন, রাজা বহু বছর ধরে ‘ধর্মীয় বৈচিত্র্যকে সমর্থন এবং আন্তঃধর্মীয় কথোপকথনকে উৎসাহিত করে আসছে।’ সেন্ট জর্জ হল সাধারণত রাষ্ট্রপ্রধানদের আপ্যায়নের জন্য এবং বিশেষ ভোজের জন্য ব্যবহৃত হয়। গত রবিবার ইফতারের সময় পুরো ভবন জুড়ে প্রার্থনার আওয়াজ প্রতিধ্বনিত হয়েছিল। ইফতারে খেজুরসহ অন্যান্য খাবার পরিবেশন করা হয় এবং ইফতারের আগে প্রার্থনা করা হয়। একজন অংশগ্রহণকারী বিবিসিকে বলেছেন, ‘এটি একটি আশ্চর্যজনক পরিবেশ।
সত্যি এই দৃশ্য বাস্তব বলে মনে হচ্ছে না।’ সেখানে উপস্থিত আরো একজন নারী বিবিসিকে বলেন, ‘ এটি রাজপরিবারের আন্তরিকতা যে, তারা আমাদের জন্য এই জায়গা খুলে দিয়েছে।’ আরেকজন বলেছেন, ‘আমরা কখনও ভাবিনি যে, আমরা এখানে ইফতার করতে আসব। আমরা অনেক দূর এগিয়ে এসেছি।’ উইন্ড ক্যাসেলের ভেতরে ইফতারের সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন রমজান টেন্ট প্রজেক্টের নির্বাহী পরিচালক ওমর সালাহ। তিনি বলেছেন, বিশ্বের বিখ্যাত এবং প্রতীকী রাজকীয় নিদর্শন উইন্ডসর ক্যাসেলে ইফতার করার মাধ্যমে অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার মুহূর্তটি অত্যন্ত হৃদয়স্পর্শী।
ধর্ম নির্বিশেষে উইন্ডসর ক্যাসেলে সকলের জন্য ইফতার উন্মুক্ত। পুরো মাসজুড়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডজুড়ে ইফতার অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরই সাংস্কৃতিক বোঝাপড়া আদান প্রদানের লক্ষ্যে বৃটেনের বেশ কিছু দর্শনীয় স্থান সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যেখানে সকল ধর্মের মানুষের যাতায়াত নিশ্চিত করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct