আপনজন ডেস্ক: কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ির উস্কানিমূলক গান শেয়ার করার অভিযোগে তার বিরুদ্ধে গুজরাত পুলিশের এফআইআর বাতিল করার আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে যে সংবিধানের ৭৫ বছর পরে পুলিশকে “অন্তত” বাক ও মত প্রকাশের স্বাধীনতা বুঝতে হবে। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ সংবিধানের ১৯ (১) (এ) অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে।
বিচারপতি ওকা বলেন, এফআইআর নথিভুক্ত করার আগে পুলিশকে সংবিধানের অনুচ্ছেদ পড়তে হবে এবং বুঝতে হবে। সংবিধানের পঁচাত্তর বছর পর মত প্রকাশের স্বাধীনতা অন্তত এখন পুলিশকে বুঝতে হবে। বিচারপতি ওকা বলেন, এটি “শেষ পর্যন্ত একটি কবিতা” এবং প্রকৃতপক্ষে অহিংসার প্রচার করেছিল। এর অনুবাদে কিছু সমস্যা আছে বলে মনে হচ্ছে, এটি কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এই কবিতায় পরোক্ষভাবে বলা হয়েছে, কেউ হিংসায় লিপ্ত হলেও আমরা হিংসায় প্রশ্রয় দেব না। সেই বার্তাই দিয়েছে কবিতাটি। এটা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। গত ৩ জানুয়ারি গুজরাটের জামনগরে একটি গণবিবাহ অনুষ্ঠানে উস্কানিমূলক গানের অভিযোগে প্রতাপগড়ির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct