চন্দনা বন্দ্যোপাধ্যায় , জয়নগর, আপনজন: জয়নগরে জনবহুল রাস্তার ধারে টিন দিয়ে ঘিরে পুকুর ভরাটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এবার এলাকায়।তবে বিভিন্ন প্রশাসনিক মহলে জানাজানি হতেই পুকুর ভরাট বন্ধ করে দিলো স্থানীয় পুলিশ প্রশাসন।ঘটনায় প্রকাশ জয়নগর ১ নং ব্লকের জয়নগর থানার অন্তর্গত নারায়নীতলা গ্রাম পঞ্চায়েতের ব্যাজড়া মলিঘাটি মৌজায় কুলপি রোডের পাশে টিন দিয়ে ঘিরে একটি পুকুর ভরাটের কাজ চলছিল গত কয়েকদিন ধরে।গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে সারা দিন রাত ধরে দূর থেকে মাটি এনে ঐ পুকুর ভরাট করছিল কিছু মানুষ।আমরা প্রতিবাদ করায় আমাদের মারধরের হুমকি ও দেওয়া হয়। আমরা ইতিমধ্যে এই বিষয়টি জয়নগর থানা, জয়নগর ১ নং বিডিও,জয়নগর বি এল আর ও,বারুইপুর মহকুমাশাসক, বারুইপুর এস ডি পি ও,বারুইপুর পুলিশ জেলার এ এস পি, নারায়নীতলা গ্রাম পঞ্চায়েত সহ একাধিক দপ্তরে মাস পিটিশন জমা দিয়েছি।আমরা চাই এই বেআইনি কাজ পুরোপুরি বন্ধ করা হোক।এ ব্যাপারে নারায়নীতলা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় ব্যাজরা মলিঘাটি মৌজার সদস্য তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান অশোক সাহা বলেন,আমারজানা ছিলো না আমার এলাকায় এই ধরনের কাজ চলছে।তবে বর্তমানে মাটি ফেলার কাজ জয়নগর থানার আই সি বন্ধ করে দিয়েছে। কে এই বেআইনি কাজকরছিল তা খুঁজে দেখা হচ্ছে।পঞ্চায়েত প্রধান সুমিতা সাহা বলেন,পঞ্চায়েতকে পুরোপুরি অন্ধকারে রেখে এই কাজ করা হয়েছে।আমরা জানতে পেরে পঞ্চায়েতের তরফে নোটিশ জারি করেছি। এবার আইন অনুযায়ী আগামী পদক্ষেপ নেওয়া হবে।তবে এ ব্যাপারে জয়নগর ১ নং বিডিও ভুবন প্রনিথ পাপ্পুলা বলেন,ঐ বেআইনি কাজের বিরুদ্ধে চিঠি করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বারুইপুর মহকুমাশাসক চিত্রদীপ সেন বলেন, পুকুর ভরাট করা সম্পূর্ণ রূপে বেআইনি কাজ।তাই পুরো ব্যাপারটা একটু দেরীতে হলেও আমাদের নজরে এসেছে।আর সেই মতো আমাদের আগামী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারে জয়নগর ১ নং বি এল আর ও দপ্তর থেকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct