আপনজন ডেস্ক: পাকিস্তানে একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট শহরে এই ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি মোটরসাইকেলে করে এসে গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি শহরের মিয়ানা চক ডিঙ্গা শহরে ঘটে।
গাড়িতে থাকা ছয়জনকে হত্যা করার পর হামলাকারীরা পালিয়ে যায়। তারা আরো জানিয়েছে, ঘটনাটি ব্যক্তিগত শত্রুতার ফলে ঘটেছে।
উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো হাসপাতালে স্থানান্তর করে।
নিহতদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে।
নিহতরা হলেন জাহিদ নাজিম (৩০), মুবাশ্বির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩), রুখসার (৩৫) এবং ২৬ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি।
আরো পড়ুন
ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা যুক্তরাজ্যের
ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা যুক্তরাজ্যের
পুলিশ বাহিনীর একটি দল পুরো এলাকা ঘিরে ফেলে ঘটনার পর এবং দোষীদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু করে।
পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ইন্সপেক্টর জেনারেল গুলি চালানোর ঘটনার খবর পেয়েছেন এবং আঞ্চলিক পুলিশ অফিসার (আরপিও) এর কাছ থেকে একটি প্রতিবেদন চেয়েছেন। পাঞ্জাবের আইজি দায়িদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct