আপনজন ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। তার সাবেক সহকারীদের কাছ থেকে প্রায় ১৭০ মিলিয়ন রিঙ্গিত ও ১৬ কেজি স্বর্ণবার জব্দের ঘটনায় ইসমাইল সাবরিকে প্রধান সন্দেহভাজনদের মধ্যে রাখা হয়েছে। আগামী বুধবার (৫ মার্চ) তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। স্থানীয় সময় আজ সোমবার (৩ মার্চ) মালয়েশিয়া এমএসিসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান তান শ্রী আজম বাকি। ইসমাইল সাবরি ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং বর্তমানে তিনি পাহাংয়ের বেরা আসনের সংসদ সদস্য। দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদন অনুসারে, আজম নিশ্চিত করেছেন যে তার প্রশাসনের ‘কেলুয়ারগা মালয়েশিয়া’ প্রচারণার অংশ হিসেবে ৭০০ মিলিয়ন রিঙ্গিত খরচ করা হয়েছে। এই বিষয়ে, আমি বলতে পারি যে তিনি একজন সন্দেহভাজন।
মালয় মেইল জানিয়েছে , ২০২৪ সালের ১১ ডিসেম্বর এমএসিসি সাবরিকে তার সম্পদের ঘোষণা দিতে বলেছিল এবং তিনি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার সম্পদ ঘোষণা করেন। নতুন তথ্যের ভিত্তিতে, মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) ইসমাইল সাবরির সাবেক চারজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
তাদের বাসভবন এবং আরও তিনটি স্থানে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ার বিভিন্ন মুদ্রায় প্রায় ১৭০ মিলিয়ন রিঙ্গিত নগদ জব্দ করেছে, যার মধ্যে বাহাত, রিয়াল, পাউন্ড স্টার্লিং, ওন, ইউরো, সুইস ফ্রাঙ্ক এবং ইউয়ান রয়েছে। এছাড়াও, ১৬ কেজি বিশুদ্ধ স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৭ মিলিয়ন রিঙ্গিত।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বিভিন্ন মুদ্রায় প্রায় ১৭০ মিলিয়ন রিঙ্গিত নগদ প্রদর্শন করেন এবং জব্দ করা প্রায় ৭ মিলিয়ন রিঙ্গিত মূল্যের ১৬ কেজি সোনার বারও প্রদর্শন করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct