আপনজন ডেস্ক: কায়রোতে আরব পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার এক বৈঠকে মিলিত হন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও সেখানকার বাসিন্দাদের বিতাড়নের পরিকল্পনার বিরুদ্ধে করণীয় নির্ধারণে আলোচনা হয়। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আরব লীগের একটি সূত্র এএফপিকে জানায়, মন্ত্রীরা ‘প্রস্তুতিমূলক ও পরামর্শমূলক’ একটি অধিবেশনে অংশ নেন, যেখানে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ২৪ লাখ ফিলিস্তিনিকে গাজা থেকে উচ্ছেদ না করেই এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সূত্র আরো জানায়, বৈঠকে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার ছিল না এবং আলোচ্য পরিকল্পনা মঙ্গলবারের সম্মেলনে আরব নেতাদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৈঠকের আগে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তি জর্দান, বাহরাইন, তিউনিসিয়া, ইরাক, ইয়েমেন ও ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এসব বৈঠকে আবদেলআত্তি গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই ‘প্রাথমিক পুনরুদ্ধার প্রকল্প’ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এদিকে ট্রাম্প বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েছেন। কারণ তিনি গাজা দখল করে ভূখণ্ডটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানোর এবং ফিলিস্তিনিদের মিসর ও জর্দানে স্থানান্তরের পরিকল্পনার কথা বলেছেন। তার এই পরিকল্পনার বিরোধিতায় আরবদেশগুলো ঐক্যবদ্ধ হয়েছে এবং গত মাসে রিয়াদে আরব নেতাদের একটি পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ফিলিস্তিনি স্বার্থ রক্ষায় যৌথ প্রচেষ্টার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া কায়রোতে রবিবার এক সংবাদ সম্মেলনে আবদেলআত্তি জানান, গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত এবং এটি আরব নেতাদের সম্মেলনে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
অন্যদিকে সম্প্রতি ট্রাম্প তার অবস্থান কিছুটা নরম করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি, এটি একটি কার্যকর পরিকল্পনা, তবে আমি কাউকে এটা মানতে বাধ্য করছি না, আমি শুধু বসে থাকব এবং সুপারিশ করব।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct