আপনজন ডেস্ক: গতকাল রবিবার গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল। হামাস এ বিষয়ে মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। গাজা উপত্যকায় সকল মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়ার জন্য বেশ কয়েকটি আরব রাষ্ট্র এবং জাতিসংঘ ইসরায়েলের নিন্দা জানিয়েছে। রবিবার সৌদি আরব গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘ব্ল্যাকমেইল’ বলে অভিহিত করেছে। কারণ যুদ্ধে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা অচলাবস্থার মুখে পড়েছে।
সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গুরুতর ইসরায়েলি লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে।
তাতে আরো বলা হয়েছে, ‘গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ বন্ধ, ব্ল্যাকমেইল ও সম্মিলিত শাস্তির হাতিয়ার হিসেবে এর ব্যবহার বন্ধ করার ইসরায়েলি সিদ্ধান্ত... আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নিয়মের সরাসরি লঙ্ঘন।’
মিসর এবং কাতার জানিয়েছে, রবিবার ইসরায়েলি পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, অন্যদিকে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার এটিকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তার দেশ এই পদক্ষেপ নিয়েছে কারণ হামাস সরবরাহ চুরি করছে এবং ‘তার সন্ত্রাসী বাহিনীকে অর্থায়নের জন্য’ ব্যবহার করছে। তিনি ফিলিস্তিনি এ গোষ্ঠীকে গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্যও অভিযুক্ত করেছেন।
রবিবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে ‘যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে।
মিসরে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে। কাতার এবং মিসর উভয়ই গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করতে সহায়তা করেছে।
এদিকে, সৌদি আরব ইসরায়েলি সাহায্য অবরোধের নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্ট, আমাদের গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সাহায্য সরবরাহের জন্য প্রবেশাধিকার দিতে হবে।’
নেতানিয়াহু বলেন, ‘হামাস রসদ চুরি করে এবং গাজার জনগণকে তা পায় না বলে ইসরায়েল এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct