আপনজন ডেস্ক: কংগ্রেস সোমবার ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকার “কারসাজির” অভিযোগ করেছে। ভোটার তালিকায় একই এপিক নম্বর থাকা একাধিক ভোটারের বিষয়ে নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের একদল প্রবীণ নেতা বলেছেন, দেশের নির্বাচনী গণতন্ত্রের জন্য মারাত্মক বিপদের কারণে কংগ্রেস এই ইস্যুটিকে কিছুতেই ছেড়ে দেবে না। কংগ্রেসের এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ অফ লিডার্স অ্যান্ড এক্সপার্টস (ঈগল) এক বিবৃতিতে বলেছে, এটি নির্বাচনী গণতন্ত্র হিসাবে ভারতের জন্য একটি গুরুতর বিপদ। এটা রাজনৈতিক দল ও রাজনীতির ঊর্ধ্বে। ভোটার তালিকায় কারচুপি ধরতে কংেগ্রেস যে কমিটি করেছে তাতে রয়েছেন অজয় মাকেন, দিগ্বিজয় সিং, অভিষেক সিংভি, পবীন চক্রবর্তী, পবন খেরা, গুরদীপ সিং সাপ্পাল, নীতিন রাউত এবং বংশী চাঁদ রেড্ডি। ভোটার তালিকার ‘কারচুপিতে’ ইসির ‘সম্পৃক্ততা’ রয়েছে অভিযোগ করে সংগঠনটি দাবি করেছে, এ বিষয়ে কিছু চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। একই রাজ্যের একই নির্বাচনী এলাকার এবং অন্য রাজ্যের বহু ভোটারের ক্ষেত্রে একই ভোটার আইডি নম্বর ব্যবহার করা হচ্ছে। এটা একেবারেই মর্মান্তিক।
তারা বলেন, প্রতিটি ভারতীয় ভোটারের জন্য একটি অনন্য ভোটার আইডি একটি পরিষ্কার ভোটার তালিকার মৌলিক প্রয়োজনীয়তা এবং ভিত্তি। একই ভোটার আইডি নম্বর থাকা একাধিক ভোটারের একই রেজিস্ট্রেশন নম্বর বহনকারী একাধিক গাড়ির মতোই উদ্ভট। কোনও নির্বাচনী গণতন্ত্রে এমনটা শোনা যায় না। গত ডিসেম্বরেও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ও অস্বাভাবিকতা’ তুলে ধরেছিল কংগ্রেস। কংগ্রেসের মতে এটি পরিসংখ্যানগত অযৌক্তিকতা যে নির্বাচন কমিশন লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মধ্যে গত পাঁচ মাসে বেশি নতুন নেট ভোটার (৪০ লক্ষ) নিবন্ধিত করেছে, যা ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে পুরো পাঁচ বছরের সময়কালের (৩২ লক্ষ) তুলনায় বেশি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct