আপনজন: শনিবার দুপুরে তৈরি হয়েছিল কংক্রিটের ঢালাই রাস্তা। রবিবার সকালেই সেই রাস্তায় ফাটল দেখা যায়। আর এতেই ক্ষিপ্ত হয় বাসিন্দারা। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মানিকনগর গ্রামের ঘটনা।স্থানীয় বাসিন্দা সাদের আলি বলেন, ‘শনিবার দুপুরে রাস্তা তৈরি করেছিল, রবিবার সকালে দেখি সেই রাস্তায় ফাটল ধরেছে।’ এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পানু বেওয়া বলেন, ‘বাকি রাস্তা ঠিকঠাক আছে, কিছুটা অংশের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।’
স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ৩ লক্ষ টাকা ব্যয়ে মানিকনগর গ্রামে নতুন কংক্রিটের ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল। শনিবার দুপুরে কাজের শেষদিন শেষ অংশে পাইকারিভাবে দ্রুত কাজ শেষ করেছিল ওই ঠিকাদারি সংস্থা। রাস্তার বাকি অংশ ঠিকঠাক থাকলেও শেষ অংশে রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ফাটল দেখতে পান। আর এতেই বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।
এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য-কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি গোলাম মহম্মদ আকবরী বলেন, ‘শুক্রবার বাসিন্দাদের কাজ বুঝে নেওয়ার জন্য বলেছিলাম। রাস্তায় ফাটলের কোন অভিযোগ পাইনি। তবে গিয়ে রাস্তা পরিদর্শন করে আসবো।’ অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি জানান, ‘নির্দিষ্ট নিয়ম মেনে কাজ না হলে তা সঠিকভাবে করতে হবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
একদিনে যদি রাস্তায় ফাটল দেখা যায়, তাহলে সেই রাস্তা কতদিন টিকবে সেই প্রশ্ন তোলেন বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct