আপনজন:উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সোমবার রাস্তায় কোনো অসুবিধার সম্মুখীন হলে তৎক্ষণাৎ তার ধারে থাকা কিয়ওক্সে পুলিশ কর্মীদের জানাতে হবে। ১০০ এক নম্বর ডায়ালে ফোন করলেও কর্মীরা তৎক্ষণাৎ সাহায্য করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এর পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। হেল্প লাইন নম্বর হল ৯৪৩২৬১০০৩৯। রবিবার লালবাজারে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা )জাভেদ শামীম যৌথ সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা হলে যেতে যেতে কোন অসুবিধা না হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে সোমবার সকাল থেকেই তৎপর থাকবে পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন যেসব জায়গায় পরীক্ষা হল রয়েছে এবং বেশি সংখ্যক পরীক্ষার্থীদের যাতায়াতের রুট থাকবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। একটি রাজনৈতিক দলের সোমবার কিছু কর্মসূচি রয়েছে। ছাত্র-ছাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে বাড়তি নজর রাখবে কলকাতা পুলিশ। পুলিশের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে রাজনৈতিক দলগুলির কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা হলে যেতে যেন কোনরকম অসুবিধা সৃষ্টি না করা হয়। কলকাতার পুলিশ কমিশনার আরও জানান যাদবপুর বিশ্ববিদ্যালয় হামলার ঘটনায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর শিক্ষা বন্ধু সংগঠনের কার্যালয় আগুন দেওয়ার ঘটনায় পৃথক মামলা রুজু করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে যে হামলার ঘটনা ঘটেছে এবং রাতের অন্ধকারে একটি রাজনৈতিক দলের অফিসে আগুন দেওয়া হয়েছে সেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম স্পষ্ট জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে দিনগুলিতে চলবে প্রতিদিনই গোটা রাজ্যে পুলিশ সতর্ক থাকবে। কোথাও কোন ধরনের অবরোধ বিক্ষোভ করতে দেওয়া হবে না।
ট্রাফিক ব্যবস্থা সচল রাখার পাশাপাশি জনজীবন যাতে বিপর্যস্ত না হয় তার জন্য গোটা রাজ্যে পুলিশকে রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছে। জোর করে যানবাহনের গতি অবরুদ্ধ করলে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হবে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সোমবার বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে।
এর পাশাপাশি রাজ্যের যেসব প্রান্তে পরীক্ষার্থীদের যাতায়াতের সবথেকে বেশি রুট রয়েছে সেইসব এলাকায় অতিরিক্ত ফোর্স নামানো হচ্ছে। পরীক্ষা হল সহ পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ পুরোপুরি প্রস্তুত থাকছে। কোথাও কোন বাঁধার সম্মুখীন হলে তৎক্ষণাৎ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার। পরীক্ষা হলে পরীক্ষার্থীদের সঠিক সময় পৌঁছতে পুলিশ সমস্ত ধরনের সহযোগিতা সোমবার করবে বলে পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছেন। রাজ্য পুলিশের পক্ষ থেকে ডিজে আইন শৃঙ্খলা জানিয়েছেন বিগত দিনের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের সময় মত পরীক্ষা হলে পৌঁছানো এডমিট কার্ড হারিয়ে গেলে তা অতি দ্রুত খুঁজে দিয়ে তাকে পরীক্ষা দিতে দেওয়া বাকি অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার মত যে একের পর এক কাজ করা হয়েছে ঠিক তেমনি ভাবি উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের পাশে থাকবে পুলিশ কর্মীরা। সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত থাকবে ফোর্স।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct