আপনজন: সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলাকালীন সময়ে পরীক্ষার্থী যাতে কোনভাবেই অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য জয়নগর সাব ট্রাফিক, জয়নগর থানা ও বকুলতলা থানার পক্ষ থেকে কয়েকটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, বকুলতলা থানার ওসি প্রদীপ রায় ও জয়নগর সাব ট্রাফিক ওসির তরফে জারি করা এই নির্দেশিকা জনসাধারণ ও দোকানদার ও গাড়ি চালকদের মধ্যে বিতরণ করছে জয়নগর সাব ট্রাফিক পুলিশ কর্মীরা সহ দুটি থানার পুলিশ কর্মীরা। নির্দেশিকায় বলা হয়েছে ৩রা মার্চ থেকে ১৮ ই মার্চ পর্যন্ত সমস্ত ট্রাক ও মালবাহি কোনো গাড়ি সকাল সাতটা থেকে সাড়ে দশটা ও দুপুর সাড়ে ১ টা থেকে দুপুর আড়াই টে পর্যন্ত জয়নগর ও বকুলতলা থানা এলাকায় প্রবেশ করতে পারবে না।
এছাড়া সমস্ত ইঞ্জিন ভ্যান, পিকআপ ভ্যান,ইটের গাড়ি,বালির গাড়ি,কাঠের গাড়ি থানা এলাকায় ঢুকতে পারবে না। তাছাড়া এই সময়ে অটো,টোটো, ম্যাজিক ও ট্রেকার কোন ভাবে রাস্তার ওপর অযতা দাঁড় করিয়ে রাখতে পারবে না।আর পরীক্ষা চলাকালীন যানজট নিয়ন্ত্রনে কঠোরভাবে পালন করতে বদ্ধ পরিকর প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct